নিউজ পোল ব্যুরো: তেলেঙ্গানার (Telangana) এক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে (major fire) মৃত ৩, আহত ৫। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার পুপ্পালাগুদা পাশা কলোনিতে আগুন লেগে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
রাজ্যের মানিকোন্ডা পৌরসভার আওতাধীন এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আগুন একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেন। দমকল বাহিনী আসার আগেই দড়ির সাহায্যে আটকে পড়া শিশুদের নিরাপদ স্থানে নামিয়ে আনেন। মানিকোন্ডা পৌরসভার দুর্যোগ মোকাবিলা দল এবং দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। ডিসিপি রাজেন্দ্র নগরের মতে, স্থানীয় এক দোকানের মালিকের বাড়িতে বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। তিনি জানিয়েছেন, “গ্রাউন্ড ফ্লোরে কিরানা দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে।” আগুনের গ্রাসে ৭ বছর বয়সী সিজিরা খাতুন, ৭০ বছর বয়সী জামিলা খাতুন এবং ৪০ বছর বয়সী সাহানা খাতুনের মৃত্যু হয়েছে। তিনজনেরই শ্বাসরোধে হয়ে মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/fire-incident-multiple-houses-gutted/
পুলিশ জানিয়েছে, আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজনের হাড় ভেঙে গিয়েছে এবং তারা ওসমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির ভেতরে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন আরও তীব্র আকার ধারণ করে। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ঠিক কি কারণে আগুন (major fire) লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/