Belpahari Tiger: ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে! মিলল পায়ের ছাপ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের শেষের দিকে ওড়িশা থেকে বাঘিনী জিনাত ঢুকে পড়েছিল বাংলায়। হানা দিয়েছিল বেলপাহাড়িতে। জিনাত ধরা পড়ার ১০ দিন পর ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলপাহাড়িতে। এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে আরো একবার ব্যঘ্র আতঙ্কের (Belpahari Tiger Fear) কারণে খবরের শিরোনামে বেলপাহাড়ি।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: নেতাজি ইনডোরে প্রাপ্তির ভাঁড়ার কতটা পূর্ণ হল অভিষেকের?

জঙ্গলমহলের অন্তর্ভুক্ত বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে নতুন করে বাঘের পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। বন দফতরের তরফে গোটা এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক (Belpahari Tiger Fear) সৃষ্টি হয়েছে। স্থানীয় বনজীবী মানুষ কীভাবে বনে যাবেন এবং কাজ করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বেলপাহাড়ির ধরমপুর, কাসমার গ্রামের একাধিক চাষের জমি থেকে বাঘের পায়ের ছাপ উদ্ধার হয়েছে বলে খবর। পায়ের ছাপ মিলতেই বন দফতরের পক্ষ থেকে গোটা এলাকায় প্যারিস অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা শুরু হয়। এই পরিস্থিতিতে গোটা এলাকার পরিবেশ থমথমে হয়ে রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি একটাই। হয় বাঘকে তারা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাক। অথবা বাঘকে ব্যারিকেড করে বন্দী করে রাখা হোক। কারণ এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না।

Belpahari Tiger Fear

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

স্থানীয়রা সরাসরি অভিযোগ তুলেছেন বন দফতরের বিরুদ্ধে। বন দফতরের পক্ষ থেকে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে সমস্যা হল,জিনাতের গলায় রেডিও কলার ছিল। কিন্তু এই বাঘের গলায় তা না থাকায় তার অবস্থান সঠিকভাবে পারছে না বন দফতর। সূত্রের খবর, ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞের একটি দল এই এলাকায় কাজ করছে।