Kisan Sabha: অবরোধে উত্তাল ধূপগুড়ি! কৃষকদের ১০ দফা দাবি ঘিরে উত্তেজনা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ১০ দফা দাবিতে অবরোধ কর্মসূচি Blockade program কৃষক সভার (Kisan Sabha) কর্মী সমর্থকদের। শুক্রবার ধূপগুড়ি (Dhupguri) মায়ের থান এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এদিন হাজারো কৃষক সভার (Kisan Sabha) সদস্যরা তাদের ন্যায্য দাবির প্রতি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সড়ক অবরোধে (Road block) সামিল হন। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ফালাকাটা ধূপগুড়ি সড়কে ব্যাপক যানজট (Traffic jam) সৃষ্টি হয় এবং দুই পাশেই দাঁড়িয়ে পড়ে যানবাহন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/28/temporary-worker-arrested-for-attempting-to-rape-minor-at-haroa-rural-hospital/

কৃষক সভার (Kisan Sabha) জেলা সভাপতি (District President of the Farmers’ Council) প্রাণ গোপাল ভাওয়াল জানান,এই অবরোধের মাধ্যমে কৃষকরা তাদের ১০ দফা দাবির (10 demands) প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। এর মধ্যে অন্যতম দাবি গুলি হল,কৃষকদের উৎপাদিত ফসলের জন্য নূন্যতম মূল্য (Minimum price) ১৩০০ টাকা কুইন্টাল নির্ধারণ,চালের মূল্য কমানো,রাজ্য সরকারের পক্ষ থেকে আলু সংরক্ষণ (Potato preservation) ও বিপণনের (Marketing) ব্যবস্থা করা এবং কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কেনার ব্যবস্থা গ্রহণ করা।এছাড়া,কৃষকদের জন্য আলু বন্ড সঠিকভাবে বিতরণের দাবি তোলে এবং কালোবাজারির (Black market) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ (Strict measures) গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিকে,অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা (Unpleasant incident) না ঘটে,সে জন্য ধূপগুড়ি থানার পক্ষ থেকে বড় ধরণের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।পুলিশের হস্তক্ষেপে,অল্প কিছু সময়ের মধ্যেই কৃষকরা তাদের অবরোধ (Blockade) তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন এই বিক্ষোভের (Demonstration) মাধ্যমে কৃষকরা তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/the-reason-behind-the-maheshtala-fire-incident-today/