নিউজ পোল ব্যুরো: শুক্রবার দিনটি কিছু রাশির জাতকদের জন্য শুভ ও কিছু রাশির জাতকদের জন্য সতর্ক (Be Careful) থাকার পরামর্শ। দেখে নিন আজকের রাশিফল (Horoscope)।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/25/hanumanji-puja-tuesday-astrology-horoscope-february/
মেষ: মায়ের দিক থেকে কিছু কষ্ট আসতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, তবে দাম্পত্য জীবনে (Married life) সাবধান হওয়া উচিত। উদ্বেগ (Anxiety) বাড়তে পারে এবং চাকরিতে উন্নতি (Job advancement) সম্ভাবনা রয়েছে। বাইরে লোকের জন্য খরচ বাড়তে পারে এবং অতিরিক্ত অর্থ লাভের জন্য সমস্যা (Problem) সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় (Science practice) অগ্রগতির সুযোগ রয়েছে এবং শত্রু সঙ্গে চুক্তি করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় (Business) খরচ বৃদ্ধি হতে পারে।
বৃষ: সম্পত্তি (Property) নিয়ে বিবাদ হতে পারে এবং অপমানিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে। তবে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। পেটের সমস্যা (Stomach problems) বাড়তে পারে এবং আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে এবং আয় বৃদ্ধি (Income increase) হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভালো যাবে না। অতিরিক্ত আবেগের কারণে কাজের ক্ষতি হতে পারে এবং উচ্চ শিক্ষার (Higher education) সুযোগ আসতে পারে।
মিথুন: অধিক খরচের কারণে চিন্তা বাড়তে পারে, প্রেমের বিষয়ে সিদ্ধান্ত (Decision) নিতে দেরি হতে পারে এবং পিতা-মাতার জন্য মন খারাপ হতে পারে। বিপদ থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। শত্রুর (Enemy) চাপ বাড়তে পারে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করুন। কর্মস্থলে প্রতিভা প্রদর্শন (Talent Show) করার সুযোগ থাকবে। ব্যবসায় কিছু ঝামেলা হতে পারে।
কর্কট: শেয়ারে লগ্নির কারণে চিন্তা বাড়তে পারে এবং পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানসিক অস্থিরতা থাকতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে, কর্মক্ষেত্রে (Workplace) ভালো সুযোগ আসতে পারে। তবে বাড়তি খরচের কারণে দাম্পত্য কলহ (Marital strife) হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ (Dispute) হতে পারে এবং বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের (Travel) পরিকল্পনা হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কন্যা: প্রেমের বিষয়ে মনঃকষ্ট (Mental Anguish) বাড়তে পারে এবং বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। কোন মূল্যবান জিনিস নষ্ট হতে পারে এবং বন্ধুদের থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহার লোকজনের কাছে খারাপ লাগতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। চাকরির স্থানে কোন মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটাতে পারেন এবং আপনার সহ্য শক্তি বিপদ থেকে রক্ষা করবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/25/hanumanji-puja-tuesday-astrology-horoscope-february/