Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারেন না, মমতার মন্তব্যের জবাব দিলেন শুভেন্দু

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার তৃণমূলের মেগা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা ও নির্বাচন নিয়ে বড় অভিযোগ করেছিলেন। বিস্ফোরক দাবি করে বলেছিলেন বাংলার ভোটারদের এপিক নম্বরে পাওয়া যাচ্ছে হরিয়ানা বা গুজরাতের ভোটারদের নাম। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সাংবাদিকদের সামনে কড়া ভাষায় ভাষায় জবাব দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন সমস্তটাই ভুল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন।

ভূতুড়ে ভোটারের অভিযোগ এনেছিলেন তৃণমূল সুপ্রিমো । সেই মন্তব্যের পাল্টা জবাবে, শুভেন্দু(Suvendu Adhikari) বলেন, “ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলায় ভুয়ো ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার ও এপিক লিঙ্ক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গে ভোট করাতে হবে।” শুভেন্দু বলেন, “আমরা বারবার বলেছি রোহিঙ্গা মুসলিমদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আছে। আপনারা কী করেছেন? আমরা মাথায় করে ১৫০০০ পাতার অভিযোগ জমা করেছি যে ১৬ লক্ষ ডবল এন্ট্রি আছে। কমিশন সেই অভিযোগের ভিত্তিতে ৮ লক্ষ বাদ দিয়েছে। আমরা চাই ১৬ লক্ষ ডবল এন্ট্রি বাতিল করতে হবে। মমতা যেসব উদাহরণ দিয়েছেন, সে সম্পর্কে কমিশন বলেছে এগুলো ভুল তথ্য। মুখ্যমন্ত্রী সমস্ত সংবিধানিক পোস্টকে কালিমালিপ্ত করছে।” মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে যা বলেছেন সম্পূর্ণ বেআইনি তিনি বলতে পারেন এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগও এনেছেন শুভেন্দু।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/47-still-remain-trapped-after-an-avalanche-hit-uttarakhand-s-badrinath/

শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, “রাজ্যের বহু জায়গায় তৃণমূল ভোটার তালিকা নিয়ে মিটিং করছে এটা বেআইনি।” শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারেন না মুখ্যমন্ত্রী হরিয়ানা গুজরাট ভোটারদের নিয়ে যা বলেছেন তা সর্বজন মিথ্যা ইলেকশন কমিশন বলেছে কিছু ত্রুটির জন্য এপিক কার্ডের নম্বর এক হয়ে গেছে। কিন্তু নাম আলাদা ওটা ঠিক হয়ে যাবে।” ভোট পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কি করছেন সেই কথাও এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বলেছেন, “ভবানীপুরে মুখ্যমন্ত্রী এরিয়ায় ২০ হাজার হিন্দি ভাষীলোক আছে তাদেরকে টার্গেট করা হচ্ছে যাতে ভোটার তালিকা থেকে নাম্বার চাই এইবার সেটা হতে দেব না।” শুভেন্দুর বক্তব্য, “মুখ্যমন্ত্রী দিল্লিতে ঝাড়ু পার্টির হারের পর এই রাজ্যে তিনি ভয় পাচ্ছেন সেটা ভালো লাগছে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/