Scholarship: ফুলব্রাইট প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত! যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিভ্রান্তি

আন্তর্জাতিক শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এবার কয়েকটি স্কলারশিপে (Scholarship) অর্থায়ন বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন (Trump administration)। যুক্তরাষ্ট্রের (United States) পররাষ্ট্র দফতর সম্প্রতি কয়েকটি স্কলারশিপ (Scholarship) এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য ফেডারেল অনুদান (Donations) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম ফুলব্রাইট প্রোগ্রাম (Full Bright Program), আইডিইএএস প্রোগ্রাম (IDEAS Program), গিলম্যান স্কলারশিপ (Gilman Scholarship) এবং ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ বৃত্তি (Critical Language Scholarship)। এই সিদ্ধান্তের ফলে উচ্চ শিক্ষা খাতে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সাময়িক স্থগিতাদেশ ১৫ দিনের জন্য দেওয়া হয়েছে, যা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে এখন পর্যন্ত পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি, যা শিক্ষার্থী (Student) এবং প্রোগ্রাম কর্মীদের মধ্যে বিভ্রান্তি (Confusion) সৃষ্টি করেছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/royal-thai-scholarship-fully-funded-masters-phd-ait-2025/

এধরনের সাময়িক স্থগিতাদেশ, যা কোন ব্যাখ্যা বা বিবৃতি (Statement) ছাড়া জারি করা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই হতাশাজনক। এটি বিশেষ করে ফুলব্রাইট, আইডিইএএস এবং অন্যান্য এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য ব্যাপক প্রভাব ফেলেছে। কয়েকটি স্থানীয় দূতাবাসে এই কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা পুনরায় চালু করা হয়েছে ফোরাম অন এডুকেশন অ্যাব্রোডের সভাপতি (President of the Forum on Education Abroad) মেলিসা টোরেস জানিয়েছেন,’ স্থায়ীভাবে বন্ধ বা কাটছাঁটের কোন ইঙ্গিত ছাড়াই এই সাময়িক স্থগিতাদেশ উচ্চ শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি করেছে।’ তিনি আরও জানান, ‘এই পরিস্থিতি (Situation) সম্পর্কে কোন বিশদ বিবরণ কিংবা যুক্তি এখনও প্রদান করা হয়নি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ফুলব্রাইট প্রোগ্রামের মত স্কলারশিপগুলো (Scholarship) প্রতিবছর ২ হাজার ২০০ টিরও বেশি অনুদান প্রদান করে, যার মাধ্যমে প্রায় ৪ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে গবেষণাগা বা উচ্চ শিক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই স্কলারশিপগুলি (Scholarship) শুধুমাত্র শিক্ষার্থীদের সাহায্য করেনা বরং প্রোগ্রাম পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদেরও সহায়তা প্রদান করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই সাময়িক স্থগিতাদেশের কারণে প্রোগ্রামগুলোর কার্যক্রম নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে এবং এই খাতে অনিশ্চয়তা বাড়ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/kota-coaching-decline-crisis-and-its-impact/