Firhad Hakim: Tmc-র ভোটার তালিকা যাচাই,BJP-র অভিযোগে খণ্ডন!

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভুয়ো ভোটার তালিকা (Fake voter list) তৈরি! বিজেপির (BJP) পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে। কিন্তু তৃণমূলের (TMC) পক্ষ থেকে পাল্টা জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, সবই আইওয়াশ আইয়াস, আমরা ভুয়ো ভোটার চিহ্নিত করছি। বিজেপির কোন সংগঠন নেই, বুথ কর্মীও নেই। মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা (Voter list) যাচাই করতে গিয়েছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং যাচাই করেন যাতে কোন ভুয়ো ভোটারের নাম তালিকায় না থাকে এই অনুসন্ধানে মেয়র কিছু মৃত ভোটারের নাম এবং তালিকা থেকে বাদ পড়া নামও খুঁজে পান।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/slst-2016-candidates-protest-kunal-ghosh/

মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, তৃণমূল (TMC) কোন ভোটার ঢোকাচ্ছে যদি বিজেপি (BJP) এভাবে অভিযোগ করে থাকে তাহলে তারা প্রমাণ দিক। কেন তারা মাঠে নামছেন না? মেয়র আরও বলেন বিজেপি শুধু টিভিতে ভাষণ দিয়ে অভিযোগ করছে তারা রাস্তায় নেমে প্রমাণ তো দেখাচ্ছেনা। তিনি গুজরাট (Gujarat)ও হরিয়ানার (Haryana) ভোটারদের কলকাতায় ঢোকানোর অভিযোগ তোলেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ১০৮ নম্বর ওয়ার্ডে ভোটার বৃদ্ধির ব্যাপারে বিরোধীদের অভিযোগেরও সাফাই দেন। তিনি বলেন, এখানে অনেক ফাঁকা জায়গা ছিল। যেখানে মানুষ বসবাস করতে শুরু করেছেন। মানুষ বাড়ি তৈরি করছে এবং এই অঞ্চলে জনসংখ্যা বাড়ছে। তিনি জানান,’১৫ দিনের মধ্যে সংশোধিত ভোটার তালিকা (Voter list) দলের কাছে জমা পড়বে। পরে দল যদি মনে করে, তবে তালিকা সংশোধন করা হবে।’ মেয়র বলেন, ‘আমি দলের একজন বুথ কর্মী এবং প্রথমে নিজের ওয়ার্ড থেকেই পুরো ভোটার তালিকা সংশোধন শুরু করলাম।’

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/mother-and-daughters-dead-body-recovered-from-madhyamgram/

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়ে গেল দিনহাটায়। শনিবার সকালে এই উদ্যোগ নিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রাথমিকভাবে এই স্ক্রুটিনির কাজের সূচনা হয় দিনহাটার ১৫ নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড কাউন্সিলার সমীর সরকার ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান উদয়ন। সেখানে ভোটার লিস্ট হাতে মিলিয়ে নেন ভোটারদের নাম। আবার কোনও কোনও ক্ষেত্রে ভোটারের নামে সংশয় থাকলে দলীয় কর্মীদের মাধ্যমে অনলাইনে ভোটার কার্ডের নথি যাচাই করিয়ে নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।