Jadavpur University: ওয়েবকুপার সভায় উত্তাল যাদবপুর

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)ওয়েবকুপার (WebCooper) বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting) অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু এই সভা ঘিরে ক্যাম্পাসে (Campus) উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার এই সভায় যোগ দেওয়ার জন্য রাজ্যে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) উপস্থিত থাকতে পারেন, এমন খবর আগেই শোনা গিয়েছিল। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে হাজার হাজার অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) পৌঁছেছেন। সভাটি অনুষ্ঠিত হবে সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে (Open Air Theater)।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/lpg-cylinder-prices-hike-over-all-india/

তবে শিক্ষামন্ত্রী আসার খবর সামনে আসতে ক্যাম্পাসে (Campus) পরিস্থিতি উত্তপ্ত তে শুরু করেছে। গত কয়েক মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। এবার শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে যাদবপুরের (Jadavpur University) বাম ছাত্র সংগঠনগুলি (Student organization) আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, এসএফআই (SFI) ছাত্র সংসদ নির্বাচনে দাবিতে আন্দোলনে নামতে চলেছে এই আন্দোলনে তাদের সঙ্গে অন্যান্য বাম ছাত্র সংগঠনও যোগ দিতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বর্তমানে এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কলা বিভাগে ছাত্র সংসদ ক্ষমতায় রয়েছে। সম্প্রতি, ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় হয়। বর্তমানে, ক্যাম্পাসের বাম ছাত্র নেতারা দ্বিপাক্ষিক বৈঠকের দাবি জানাচ্ছেন, যাতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা যায়। একই দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন আরএসএফ-ও। তারা সকালে ওএটি-র সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এবং ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে গেট আউট (Get-out) পোস্টারও প্রকাশ করেছে।

এসএফআই নেত্রী কৌশিকী ভট্টাচার্য জানিয়েছেন,’আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমাদের দাবি,’ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করা হোক এবং শিক্ষামন্ত্রী (Minister of Education) যেন ছাত্রদের সময় দেন। আমরা উপাচার্যের কাছেও আবেদন করেছি। আমরা চাই, বৈঠকে অথরিটির প্রতিনিধি থাকুক।’ অপরদিকে শাসকদলের অধ্যাপক সংগঠনের প্রতিনিধি মনোজিৎ মন্ডল জানিয়েছেন,’ যদি ছাত্রদের কোন বক্তব্য থাকে তারা বিকাশ ভবনে গিয়ে সেটা জানাতে পারে।’

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/28/cpim-wins-at-jadavpur-university/