Panagarh Accident: ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ, তবু কেন পালালেন বাবলু?

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পানাগড়ে ঠিক কী ঘটেছিল সেই রাতে? পানাগড় দুর্ঘটনা কাণ্ডে (Panagarh Accident Case) সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বাবলু যাদবকে। শুক্রবার তাকে আদালতে তোলার সময় সামনে এল সত্যিটা। কেন পালিয়ে গিয়েছিলেন, তার কারণ জানালেন বাবলু।

আরও পড়ুনঃ IIT Baba: লাঠি হাতে বেধরক মার আইআইটি বাবাকে

রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছিল পানাগড়ে। সেখানে গাড়ি দুর্ঘটনায় (Panagarh Accident) নিহত হন ২৭ বছর বয়সী, চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়। যিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পীও। প্রাথমিকভাবে অভিযোগ ছিল, একটি সাদা গাড়িতে কয়েকজন মত্ত যুবক ধাওয়া করেছিলেন সুতন্দ্রাদের গাড়িকে। এরপর সেই সাদা গাড়িটি বেশ কয়েকবার ধাক্কাও দেয় সুতন্দ্রাদের গাড়িকে। তার ফলেই গাড়িটি উল্টে গিয়ে মৃত্যু হয় সুতন্দ্রার।

সুতন্দ্রার সঙ্গে থাকা সহকর্মীরাই এই অভিযোগ করেছিলেন। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, মোটেই সাদা গাড়িটি ধাওয়া করেনি সুতন্দ্রাদের গাড়িকে। বরং ঠিক উল্টোটাই ঘটেছিল বাস্তবে। সুতন্দ্রাদের গাড়িই আসলে তাড়া করেছিল ওই সাদা গাড়িটিকে। এর পাশাপাশি ইভটিজিংয়ের তথ্যও খারিজ করে দেওয়া হয় পুলিশের তরফে। পরে সুতন্দ্রাদের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকও পুলিশের জেরার মুখে একই কথা স্বীকার করে নেয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবু এরপরও ধোঁয়াশা কাটছিল না বাবলুকে নিয়ে। দুর্ঘটনার (Panagarh Accident) পর সে কেন পালিয়ে গেল? এই প্রশ্নই উঠে আসছিল বারবার। অভিযোগ ওঠে পুলিশকে নিয়েও। বাবলুর বিষয়ে সমস্ত তথ্য জানা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? শেষপর্যন্ত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বাবলুকে। পরদিন আদালতে তোলার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি জানান, “ভয় পেয়ে গিয়েছিলাম। তাই পালিয়ে যাই।” সূত্রের খবর, বাবলুর দোকানের এক কর্মী পায়ে চোট পেয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রবিবার তাকে দেখে ফেরার পথেই পানাগড়ে ওই ঘটনা ঘটে।