নিউজ পোল ব্যুরো: রাজ্যে ফের ধর্ষণের ঘটনা (Rape Case) । এবার মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এমনকি ভিডিও তুলে ভয় দেখানোর অভিযোগেও করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক যুবক। পলাতক অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী মাঠপাড়া এলাকার নাবালিকা ছাত্রীকে দুজন যুবক একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকা ওই ছাত্রীর ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয় বলে অভিযোগ। সেই ভিদিও দেখিয়ে ওই ছাত্রীকে পরবর্তীতে ভয় দেখানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। এলাকায় এই কথা জানাজানি হতেই এদিন অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। মধ্যমগ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে এসে অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশ। পলাতক আরেক অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকাবাসীরা চাইছেন তদন্ত করে অভিযুক্ত যুবকদের সঠিক সাজা দেওয়া হোক।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/01/terrible-road-accident-in-tamluk-3-person-died-in-one-family/
সম্প্রতি রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। বিশেষ করে নাবালিকারা কিছু বিকৃত মস্তিস্কের মানুষের লালসার শিকার হচ্ছেন। শুক্রবার ডায়মন্ড হারবারের মত ঘটনা সামনে এসেছিল। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে ওঠে প্রাণনাশেরও হুমকি দেওয়া অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, হাড়োয়া গ্রামীণ হাসপাতালের এক কর্মী নাবালিকার শারীরিক পরীক্ষার নামে গোপনাঙ্গে অশ্লীল স্পর্শ করে । পরীক্ষার নামে শৌচালয়ে নিয়ে গিয়ে পোশাক খুলতে বলে এই কু-কর্ম করা হয় বলে অভিযোগ। নাবালিকা ভয় পেয়ে চিৎকার করলে ঘটনা জানাজানি হয়ে যায়। অভিযুক্ত সুযোগ বুঝে পালিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ হাসপাতালের অস্থায়ী কর্মী শেখ রিয়াজকে গ্রেফতার করে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/