Birth Anniversary: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি পালন

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ১ মার্চ, শনিবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি (Sri Ramakrishna Birth Anniversary) উপলক্ষে হাওড়ার বেলুড় মঠ (Belur Math) চত্বরে শুরু হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এক মহোৎসব। ভোর থেকেই হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মঠ প্রাঙ্গণ। গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই শুভ দিনটি, যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনদর্শন ও আদর্শকে স্মরণ করিয়ে দিচ্ছে। শনিবার ভোর ৪টেয় শ্রীরামকৃষ্ণ মন্দিরে (Sri Ramakrishna Temple) মঙ্গলারতি (Mangalarati) দিয়ে সূচনা হয় দিনের মূল পূজা-অর্চনার। এরপর ৪টা ৪০ মিনিটে বেদপাঠ (Vedic Chanting) ও ভজনগান অনুষ্ঠিত হয়। সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলে ঊষা-কীর্তন (Usha-Kirtan)। সকাল ৭টায় বিশেষ পূজা ও হোম (Special Puja and Homa) অনুষ্ঠিত হয়, যা দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করে।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/03/01/mother-and-daughters-dead-body-recovered-from-madhyamgram/

সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বন্দনা (Sri Ramakrishna Vandana) অনুষ্ঠিত হয় সভাঘরে(Sri Ramkrishna 190th Birth Anniversary)। এরপর ৯টা ৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ (Swami Nityashuddhananda) কথামৃত (Kathamrita) পাঠ ও ব্যাখ্যা করেন। একইভাবে, ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত স্বামী তপোধীরানন্দ মহারাজ (Swami Tapodheerananda) কথামৃত পাঠ করেন।এরপর সকাল ১১টা ২০ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিশু বিদ্যাপীঠের (Narendrapur Ramakrishna Mission School) ছাত্রদের পরিবেশনায় গীতি-আলেখ্য ‘চরণে তোমার অর্পণী পূর্ণবার’ পরিবেশিত হয়।

আরও পড়ুন:-https://thenewspole.com/2025/02/28/mamata-banerjee-bhabanipur-strategy-development/

দুপুর ১১টা থেকে ২টো পর্যন্ত ‘মা সারদা সদাব্রত প্রসাদালয়’ (Maa Sarada Sadabrata Prasadalaya)-এ ভক্তদের জন্য প্রসাদ বিতরণ (Prasad Distribution) করা হচ্ছে। দুপুর ১২টা ১০ মিনিট থেকে সুলভ চট্টোপাধ্যায়ের (Sulabh Chattopadhyay) ভজন পরিবেশনের মধ্য দিয়ে সংগীতানুষ্ঠানের সূচনা হয়। এরপর দুপুর ১২টা ২৫ মিনিট থেকে ২টো পর্যন্ত পণ্ডিত দেবাশীষ ভট্টাচার্যের (Pandit Debashish Bhattacharya) যন্ত্রসংগীত (Instrumental Music) পরিবেশিত হয়। বিকেল ৩টে থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় গ্রন্থ প্রকাশনা (Book Launch) – ‘স্বামী বিবেকানন্দ প্রবর্তিত – পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ’ (Swami Vivekananda Edited and Revised Edition)। এরপর বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত ধর্মসভা (Religious Assembly) অনুষ্ঠিত হয়, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বামী সুনির্মলানন্দ (Swami Sunirmalananda), স্বামী নিত্যশুদ্ধানন্দ (Swami Nityashuddhananda), স্বামী বেদানন্দানন্দ (Swami Vedanandananda) ও স্বামী ওজস্বানন্দ (Swami Ojaswananda)। দিনের সমাপ্তি ঘটে সন্ধ্যা ৬টায় মহাআরতি (Maha Arati) দিয়ে, যা অনুষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণ মন্দিরে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যারা সরাসরি বেলুড় মঠে(Belur Matha) আসতে পারেননি, তাদের জন্য মঠ কর্তৃপক্ষ এই বিশেষ অনুষ্ঠানগুলোর লাইভ সম্প্রসারণ (Live Streaming) করছে নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে। ফলে দেশ-বিদেশের (Global Devotees) ভক্তগণও এই মহোৎসবে(Sri Ramkrishna Birth Anniversary) অংশ নিতে পারছেন। এত বিশাল সংখ্যক ভক্তদের নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই শান্তিপূর্ণভাবে এই পুণ্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।