Champions Trophy: এই কাজ করলেই চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতদের হাতের মুঠোয়

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) শেষ চারে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি বাদ দিলে শিরোপা জিততে বাকি আর মাত্র দুটি ধাপ। পারবেন কি রোহিতরা টানা দু’বছর দেশকে দুটি আইসিসি খেতাব এনে দিতে?

আরও পড়ুনঃ Champions Trophy: পাকিস্তান ছিটকে যেতেই চ্যাম্পিয়ন রোহিতরা!

সত্যি কথা বলতে কাজটা অসম্ভব না হলেও বেশ কঠিন। গত বছর বার্বাডোজে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবারে ফরম্যাট একেবারেই আলাদা। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সামনে পায়নি মেন ইন ব্লু। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) যা হওয়ার সম্ভাবনা প্রবল। যেকোনো আইসিসি প্রতিযোগিতার নকআউটে অস্ট্রেলিয়া যেকোনো দলের জন্যই যে সবথেকে বড় গাঁট তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে রোহিতরা যদি কোনো ক্রমে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ছবিটা আমূল বদলে যাবে। সেক্ষেত্রে মেন ইন ব্লু’র চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এমনকি পরিসংখ্যানও বলছে, আজ পর্যন্ত ভারত যে কয়টি আইসিসি প্রতিযোগিতা জিতেছে, তার বেশিরভাগেই অস্ট্রেলিয়াকে কোনো না পর্বে হারিয়েছে তারা। অবশ্য তার মানে এমনটা নয় যে কোনো আইসিসি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে একবার হারানো মানেই টিম ইন্ডিয়ার ট্রফি জয় নিশ্চিত।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

২০১৯ বিশ্বকাপে কিংবা ২০২৩ বিশ্বকাপেও একবার করে অজিদের হারিয়েছিল টিম ইন্ডিয়া। তবু চ্যাম্পিয়ন হওয়া যায়নি। তবে ভারতকে যদি জিততে হয় তাহলে অজিদের সঙ্গে দেখা হলে তাদের হারাতেই হবে। মানে অনেকটা ওই ‘সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়’ -এর মত ব্যাপার স্যাপার। তবে এটাও ঠিক যে ইদানিংকালে ভারতই একমাত্র দল যারা একাধিক আইসিসি নকআউট বা নকআউট সম ম্যাচে অজিদের হারিয়েছে। তাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেই পারেন রোহিতরা।