নিউজ পোল ব্যুরো: ভোট যত এগিয়ে আসছে রাজ্যে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। উত্তর ২৪ পরগনার পলতায় উদ্ধার হয়েছে তৃণমূল নেতার (TMC Leader) দেহ। তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ওই এলাকাতেও তৃণমূল নেতার প্রভাব ছিল বলেই জানা গিয়েছে।
মৃত তৃণমূল নেতাকে হান্নান গাজি নামে চিহ্নিত করা হয়েছে। মৃত নেতার মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে বলেই জানা গিয়েছে। আঘাত রয়েছে পায়েও। এই সমস্ত আঘাতের চিহ্ন দেখে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, খুন করা হয়েছে হান্নান গাজিকে। এই দেহ উদ্ধারের ঘটনায় পলতার রাজনৈতিক মহলেও ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর এলাকার বাসিন্দারা রাত ১টা ২০ নাগাদ একটা তীব্র আওয়াজ পান। কিছু একাতা ঘটেছে বুঝতেই পেরেই স্থানীয় কয়েক জন বাড়ির বাইরে বেরিয়ে এসে হান্নানের রক্তাক্ত দেখ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে। টিটাগড় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কি কারণে মৃত্যু তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তাঁর সঙ্গী অভিজিৎ নন্দীর বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/01/mother-and-daughters-dead-body-recovered-from-madhyamgram/
ঘটনা নিয়ে, স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader) সম্রাট টপাদারের বলেছেন, ‘‘যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। হান্নান এলাকায় জনপ্রিয় এবং ওর প্রভাব ছিল। তাঁকে হঠাৎ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্বাভাবিক ভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত করছে। ঘটনার পূর্ণাঙ্গ দাবি করছি আমরা। আমাদের মনে হচ্ছে, খুনই করা হয়েছে হান্নানকে। খুন না কি দুর্ঘটনা, না অন্য কিছুর কারণে অকালে চলে যেতে হল ওকে, সেটা পুলিশ খুঁজে বার করুক।’’মৃত নেতার ভাই বলছেন, “ও তো তৃণমূল করে। দেহ দেখে আমাদের মনে হচ্ছে না ওটা দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা হলে শরীরে ওরকম ক্ষত হওয়ার কথা নয়। ইচ্ছা করেই মেরে ফেলা হয়েছে। মাথায় আর পায়ে আঘাত আছে। কাটার চিহ্ন স্পষ্ট। ওকে ধারাল অস্ত্র দিয়ে মারা হয়েছে বা রড জাতীয় কিছু দিয়ে মারা হয়ে থাকতে পারে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/