Vardhan Puri: মোগ্যাম্বোর নাতির অভিনয় যাত্রা! জানুন বিস্তারিত

বিনোদন লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বর্ধন পুরী (Vardhan Puri) ! চেনেন তো? বলিউডের (Bollywood) খলনায়ক (Villain) মোগ্যাম্বোর নাতি। অভিনয়ের দুনিয়ায় (The world of acting) পদার্পণ করেছিলেন একদম পেছন থেকে। স্কুল শেষে নাটকের রিহার্সালে যোগ দিয়ে তিনি প্রথমে সিনিয়র শিল্পীদের (Senior artist) জন্য চা পরিবেশন করতেন, পান সাজিয়ে দিতেন, এমনকি মঞ্চ পরিষ্কার করা ছিল তার কাজ। অনেকেই হয়তো ভাবতেন, মোগ্যাম্বোর (Mogambo) নাতি তো!এই ছেলে অন্তত বড় ছবিতে খলনায়ক (villain) হবে! কিন্তু বর্ধন তার কেরিয়ার (Career) নিয়ে কিছুটা ভিন্ন পথে হাঁটলেন।

১৯৯০ সালের মে মাসে মুম্বাইয়ে (Mumbai) জন্মগ্রহণ করেন বর্ধন। যার আসল নাম হর্ষবর্ধন পুরী (Harshvardhan Puri)। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল, আর তার পিতৃপুরুষ অমরেশ পুরী (Father Amaresh Puri) তো বালি পাড়ার অন্যতম বড় খলনায়ক তবে বর্ধন যাত্রা শুরু করেন ক্যামেরার পেছন থেকে। তিনি ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’এবং ‘দাওয়াত-এ ইশক’ -এ সহকারি পরিচালক (Director) হিসেবে কাজ করেছেন,তারপর ২০১৯ সালে ‘ইয়ে সালি আশিকি’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম পা রাখেন।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/19tx7rerZj/

কিন্তু তাঁর যাত্রা সহজ ছিল না। ছোটবেলায় শারীরিক সমস্যায় (Physical problems) ভুগতেন বর্ধন (Vardhan Puri)। তিনি জানতেন না কবে তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু মনের জোরে তিনি সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা (Dealing) করেছেন। আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং এক সফল অভিনেতা।

এছাড়া তিনি সোনু নিগম (Sonu Nigam) ও উদিত নারায়ণ (Udit Narayan) এর পুত্র আদিত্য নারায়নের (Aditya Narayan) মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। ২০২৪ সালে ‘ব্লাডি ইশক নামের হরর’ ছবিতে অভিনয় করার পর, তাঁকে ‘ববি অওর ঋষি কি লাভ স্টোরি’ ছবিতেও দেখা গিয়েছেন।

এখন, তাঁর সামাজিক মাধ্যমেও (Social media) ব্যাপক পরিচিতি অর্জন হয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ছয় লক্ষ ছাড়িয়ে গেছে। আগামী বছরে আরও কয়েকটি ছবি মুক্তি পাবে এবং তাঁর অভিনয় পথ চলবে আরো উজ্জ্বল হয়ে।

আরও পড়ুন: https://www.facebook.com/share/p/15tCVXPKaT/