Coochbehar: বাংলাদেশ থেকে অবৈধ সোনা পাচার,গ্রেফতার ২

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) থেকে অবৈধভাবে সোনা (Gold) ভারতীয় সীমান্তে প্রবেশ করছে, যা কোচবিহার (Coochbehar) হয়ে শিলিগুড়ি Siliguriএবং তারপর বিহারের (Bihar) দিকে পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (Central Revenue Intelligence Bureau) সতর্ক নজরদারি এবং দ্রুত পদক্ষেপে পাচারকারীদের (Smuggler) গ্রেফতার (Arrest) করা সম্ভব হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মকর্তা­রা কোচবিহারের (Coochbehar) একটি টোলপ্লাজায় বিশেষ অভিযান শুরু করেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/02/howrah-station-history-legendary-clock-16th-platform-mystery/

সূত্রের খবর, একটি সরকারি বাসে সোনা পাচারের (Gold smuggling) উদ্দেশ্যে শিলিগুড়ির (Siliguri) দিকে আসে।এরপর, গোয়েন্দা দলের সদস্যরা টোলপ্লাজার কাছে গাড়িটি চিহ্নিত করে এবং বাসে তল্লাশি (Search) শুরু করেন। বাসে থাকা যাত্রীদের মধ্যে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের (Tufanganj) বাসিন্দা চন্দন পাল এবং নদীয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) বাসিন্দা লিটন ধরকে গ্রেফতার (Arrest) করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে, তারা নিজেদের প্যান্টের টাউজারে গোপন পকেটে সোনা রাখার কথা স্বীকার করে। এসময়, সোনা বহনের ক্ষেত্রে তাদের মাধ্যমে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট (Gold biscuit) উদ্ধার করা হয়। সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১৪০ টাকা বলে অনুমান করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গ্রেফতারকৃত দুজনকে শিলিগুড়ি (Siliguri) আদালতে তোলা হলে, বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। এই অভিযান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (Central Revenue Intelligence Bureau) সফলতার একটি উদাহরণ হিসেবে দাঁড়ায়, যেখানে তাদের তৎপরতা এবং সতর্কতা পাচারের মতো অবৈধ কাজকে বাধাগ্রস্ত করেছে।

বড় সাফল্য কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মকর্তা­দের, কারণ দেশের সীমান্তে চোরাপথে সোনা পাচারের ঘটনাগুলো বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এর ফলে, শিলিগুড়ির মতো স্থানগুলিতে এমন অভিযান আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/02/coochbehar-altaf-miya-legendary-ras-chakra-creator-passes-away/