নিউজ পোল ব্যুরো: প্রাক্তন সিবিআই(CBI) অফিসার তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের (Upen Biswas) সল্টলেকের(saltlake) বাড়ির সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন বেশ কিছু আইনজীবী। পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি বলে দাবী করেন বিক্ষোভকারী আইনজীবীরা। এই নিয়েই রাজ্যের প্রাক্তন প্রাক্তন মন্ত্রীর বারির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন: Jadavpur University: ওয়েবকুপার সভায় উত্তাল যাদবপুর
কি কারণে এই বিক্ষোভ জানতে চাওয়া হলে আইনজীবীরা দাবি করেন, “আমাদের আন্দোলনের তিনটে ইস্যু এবং সোসাইটিকে একটি বার্তা দিতে চাই যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাস আমাদের কাছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের আইকন বলে আমরা মনে করতাম। কিন্তু দিনের শেষে যেটা উপলব্ধি করলাম দীর্ঘদিন উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মন্ত্রী থাকাকালীন, উনি চেয়ারম্যান থাকাকালীন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কোন কাজ করেননি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
প্রাক্তন সিবিআই(CBI) অফিসারকে নিয়ে আইনজীবীরা আরও বলেছেন, “পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোকেদের উনি ব্যবহার করে খির খেয়েছেন বাড়ি বসে। তিনি ফোন ধরেন না দেখা করতে এলে দেখা করেন না। কিন্তু মোহন ভগবতকে বাড়িতে ডেকে ভুরিভোজ খাওয়াচ্ছেন। পরবর্তীকালে প্রত্যেকটা লোক যারা ব্যাকওয়ার্ড ক্লাসের নাম করে ক্ষীর খাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়ির সামনে বিক্ষোভ হবে। প্রত্যেকের বিরুদ্ধে মিছিল হবে বলে জানান বিক্ষোভকারীরা।” যদিও আইনজীবীদের সাথে দেখা করেননি উপেন বিশ্বাস।
২০২১ সালের বাংলায় বিধানসভা নির্বাচনের মধ্যে তৃণমূল ছাড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ইমেল করে জানান দলত্যাগের সিদ্ধান্ত। জানিয়ে রাখা ভালো সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন অবস্থান ছিল তাঁর। তবে উপেন বিশ্বাস নিজে জানান ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত। সিবিআইয়ের(CBI) অবসরপ্রাপ্ত এই আধিকারিক ২০১১-র বিধানসভা নির্বাচনে বাগদা আসন থেকে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। তিনি এসএসসি নিহত দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন।