Anubrata Mondal: ২৬-এর ভোটের প্রস্তুতি শুরু বীরভূমে

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচন (Assembly Election) কে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ভোটার তালিকা (Voter List) সংশোধনের বিষয়ে খতিয়ে দেখতে মঙ্গলবার বোলপুরের (Bolpur) তৃণমূলের প্রধান কার্যালয়ে (TMC Office) বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সমস্ত কাউন্সিলর (Councillors), মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (Minister Chandranath Sinha), রামপুরহাটের (Rampurhat) বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় (Deputy Speaker Ashish Bandyopadhyay) এবং লাভপুরের (Labhpur) বিধায়ক রানা সিংহ (MLA Rana Singh)।

আরও পড়ুন:- Madhyamgram Murder: অভিযুক্তরাই দেখিয়ে দিলেন কোথায় অস্ত্র, উদ্ধার হল বঁটি

এই বিশেষ বৈঠকে অনুব্রত মণ্ডল দলের কর্মীদের স্পষ্ট বার্তা দেন, ২০২৬-এর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে এখন থেকেই সতর্ক থাকতে হবে। তিনি নির্দেশ দেন, ভোটার তালিকায় যদি কোনো ভুয়ো নাম (Fake Voter) থেকে থাকে, তাহলে সেগুলো চিহ্নিত করতে হবে। পাশাপাশি, কোনো বৈধ ভোটার (Genuine Voter) তালিকা থেকে বাদ পড়ে থাকলে, সেটিও সংশোধনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনুব্রত মণ্ডল আরও বলেন, ভোটার তালিকায় কোনো ধরনের সমস্যা থাকলে তা তড়িঘড়ি সমাধান করতে হবে। নতুন ভোটার (New Voter) নাম তোলার কাজও যথাযথভাবে করতে হবে যাতে কেউ বঞ্চিত না হন। তাঁর মতে, সংগঠনকে মজবুত করতে এবং প্রতিটি ভোট সুনিশ্চিত করতে এখন থেকেই মাঠে নামতে হবে।বৈঠকে উপস্থিত মন্ত্রী ও বিধায়করাও সংগঠনের গুরুত্ব নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘আগামী নির্বাচনে জয়ের জন্য তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’ অন্যদিকে, ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস নিজের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে।’’

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করা। দলীয় নেতৃত্বের মতে, আগামী দিনে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং সেই লক্ষ্যেই এখন থেকেই সক্রিয় হচ্ছেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, ২০২৬-এর ভোটকে ঘিরে দল এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রত মণ্ডলের এই তৎপরতা আগামী দিনে বীরভূমের ভোটের সমীকরণকে গুরুত্বপূর্ণ করে তুলবে।