নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। মঙ্গলবার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দল। এদিকে হাইভোল্টেজ সেমিফাইনালে নামার আগেই অধিনায়ক রোহিতকে পড়তে হয়েছে তীব্র কটাক্ষের মুখে। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ (Shama Mohamed) ভারত অধিনায়ককে ‘মোটা’ এবং ‘ব্যক্তিত্বহীন’ বলে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এবারে তার পাল্টা জবাব দিল বিসিসিআই।
আরও পড়ুনঃ Champions Trophy: নক আউটে কখনো ভারতকে হারাতে পারেনি অজিরা
শামা মহম্মদ দাবি করেন রোহিত (Rohit Sharma) খুবই ভাগ্যবান যে তিনি ভারতের অধিনায়ক হতে পেরেছেন। কারণ আসলেই একজন মাঝারি মানের ক্রিকেটার তিনি। কংগ্রেস মুখপাত্র লেখেন, “ওজন কমাতে হবে। ক্রীড়াবিদ হিসাবে রোহিত শর্মা অত্যন্ত ‘মোটা’। আর ভারতের সবথেকে ব্যক্তিত্বহীন অধিনায়ক।” এই পোস্টের প্রতিবাদে অবশেষে বোর্ডের মুখ খুললেন সচিব দেবজিৎ সাইকিয়া।
রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে ভারত। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ধরে বোর্ড সচিব বলেন, “একটা আইসিসি প্রতিযোগিতা চলাকালীন কোন দায়িত্বশীল মানুষের থেকে এ ধরনের কথা প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্যে দল বা ব্যক্তিবিশেষের ওপর মানসিক চাপ পড়ে।” সাইকিয়া আরও বলেন, “প্রত্যেক ক্রিকেটারই নিজের সেরাটা দিচ্ছে। আর তার ফলও দেখা যাচ্ছে। আশা করব, ভবিষ্যতে ব্যক্তিগত প্রচারের জন্য ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিকে শামা মহম্মদের পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের এতটাই ঝড় বয়ে যায় যে শেষ পর্যন্ত দলের মুখপাত্রকে ওই পোস্ট মুছে ফেলার নির্দেশ দিতে বাধ্য হয় কংগ্রেস হাইকমান্ড। তবে শুধু কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদই নন, রোহিত শর্মাকে তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও (Sougata Roy)। শামা মহম্মদের বক্তব্যকে সমর্থন জানিয়ে তাঁর সাব দাবি, রোহিতকে দলে রাখাই উচিত নয়।