Kolkata Police: সাইবার অপরাধের বিরাট পর্দা ফাঁস, গ্রেফতার ২

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: পুলিশের চোখকে ফাঁকি দিতে চলছিল বড় চক্রান্ত। সামনে থেকে দেখতে কিছু বোঝাই যাবে না এমন ভাবে করা হচ্ছিল কাজ। কলকাতা পুলিশের(Kolkata Police) সাইবার দমন (cyber crime) শাখা সাইবার অপরাধের বিরাট অপরাধের পর্দা ফাস করল। সেই সঙ্গেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

সাইবার অপরাধ আড়াল করতে নিরীহ ইউজারদের ব্যবহার করে চলছিল কাজ। ঘটনার খবর পেয়েই অভিযানে নামে কলকাতা পুলিশের সাইবার দমন শাখা। পর পর অভিযান চালিয়ে শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিলজলার এক ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মোবাইল ফোন এবং প্রায় নগদ ২ লক্ষ টাকা। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে সিমকার্ড। যার কিছু সক্রিয় এবং কোনটা একেবারে নতুন। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “এই ঘটনায়, আমরা ২৪.০২.২০২৫ এবং ২৫.০২.২০২৫ তারিখে শহর ও শহরতলিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মোট ৭২৯টি সিম কার্ড উদ্ধার করেছি যা সক্রিয় এবং নতুন , ৯টি বায়োমেট্রিক মেশিন এবং অন্যান্য জিনিসপত্র।”

আরও পড়ুনঃ Yunus: ‘আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ’, ভারতকে নিয়ে যা বলছেন ইউনূস

পুলিশ(Kolkata Police) আরও জানিয়েছে, অভিযুক্ত শুভেন্দু গায়েন একজন পিওএস অপারেটর। তিনি গ্রাহকদের অজ্ঞাত পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড সক্রিয় করে প্রতারকদের কাছে প্রিমিয়াম মূল্যে বিক্রি করার সঙ্গে জড়িত। পুলিশ আরও জানিয়েছে, “শুভেন্দু গায়েনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমরা একজন জাল সিম ডিলারকে ধরতে একটি ফাঁদ পাতি, যে অভিযুক্ত শুভেন্দু গায়েনের কাছ থেকে পূর্বনির্ধারিত সময়ে একটি বড় মলের কাছে এই ধরনের সিম ডেলিভারি নিত। সেখানে তাকে আটক করা হয় এবং শুভেন্দু গায়েনের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়।” অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হবে। তিলজলার কুষ্টিয়া রোডে শুভেন্দুর দোকানের নাম ‘অঙ্কিতা কমিউনিকেশন’। তার বাড়ি পিকনিক গার্ডেনে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/