নিউজ পোল ব্যুরো: যার কাঁধে রয়েছে ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার দায়িত্ব সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠল ছাত্রীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। তাও আবার সরকারি স্কুলের প্রধান শিক্ষকের (Head Master) বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ঘটনা জানাজানি হতেই স্কুল(School) চত্বরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের মত শিক্ষাপ্রতিষ্ঠানে কিভাবে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটল তা নিয়েই উঠছে একাধিক প
জানা গিয়েছে লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে দমদমের একটি সরকারি বিদ্যালয়ে। উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলের ছাত্রীর সাথে অশ্লীল আচরণ অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার। নির্যাতিতা ছাত্রী অষ্ট ক্লাসে পঠারত। নির্যাতিতা ছাত্রী দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ গত ৩ তারিখে স্কুলে গেলে প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য ছাত্রীর শ্লীলতাহানি করেন। এরপর ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত বিষয় জানালে মঙ্গলবার স্কুলের ছাত্র-ছাত্রীর পাশাপাশি অভিভাবকরা এসে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ও স্কুলে ভাঙচুর করে।
অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে বলে দাবি জানায় বিক্ষুব্ধ অভিভাবকরা। এটাও অভিযোগ যে প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা এই শ্লীলতাহানির (Molestation) অভিযোগ নতুন নয়। এর আগেও নাকি প্রধান শিক্ষক অনেক ছাত্রীর শীলতাহানি করেছেন। সোমবারের ঘটনা নিয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রাজ্যে স্কুল, সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। যেখানে বাড়ির অভিভাবকরা নিজেদের সন্তানকে শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে পাঠান সেখানে এই ধরনের ঘটনা ঘটলে ছাত্রছাত্রীরা কি শিক্ষা পাবে। কাদের হাতে দেওয়া রয়েছে সন্তানদের ভবিষ্যৎ তা নিয়েও উঠছে প্রশ্ন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/