নিউজ পোল ব্যুরো: ভারতে ট্রেন দুর্ঘটনা (Rail Accident) নিয়ে বর্তমানে যাত্রীদের অভিযোগের শেষ নেই। যাত্রী দুর্ভোগ নিয়ে নিত্য দিন কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। সোমবার সামনে এল তেমনি এক চাঞ্চল্যকর খবর। ট্রেন চলতে চলতে আলাদা হয়ে গেল ট্রেনের দুটি কামরা (Coach)। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চান্দৌলিতে ওড়িশাগামী নন্দন কানন এক্সপ্রেসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের মধ্যে থাকে কাপলিং যা ট্রেনের দুটি কোচ বা ওয়াগনকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। একটি চেইন এবং হুক দিয়ে ট্রেনের দুটি কোচকে জোড়া থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (DDU) জংশনের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় কেউ আহত হননি। ৩ ঘন্টারও বেশি বিলম্বিত ট্রেনটি দিল্লি থেকে পুরী যাচ্ছিল। S4 এবং S5 দুটি কোচকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় (DDU) জংশনে আনা হয় এবং যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়। একজন যাত্রী বলেন “আমরা ভেবেছিলাম কোনও বড় ঘটনা ঘটেছে। ভাগ্যক্রমে ট্রেনের গতি কম ছিল তাই কেউ আহত হয়নি।”
আরও পড়ুনঃ Bhotpatti Rail-Station: টিকিটের অভাবে যাত্রীরা বিপদে!
চার ঘণ্টারও বেশি সময় পর সমস্যাটি সমাধান করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো গত বছর, বিহারের বারাউনি জংশনে ট্রেনের দুটি কোচ খোলার সময় একটি ট্রেনের ইঞ্জিন এবং একটি কোচের মধ্যে পিষ্ট হয়ে একজন রেলকর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে(Rail Accident) ঘিরে ব্যপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয় রেলকর্মীদের মধ্য। “ভুল যোগাযোগের” কারণে ঘটনাটি ঘটেছিল বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/