India Stock Market: শেয়ার বাজারে বড় ধাক্কা

দেশ শেয়ার বাজার বিনিয়োগ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় শেয়ার বাজারে (India stock market) ফের বড় ধাক্কা খেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries Limited – RIL)। সংস্থার শেয়ারের দাম তো কমেছেই, পাশাপাশি বাজার মূলধনেও (market capitalization) বড় পতন হয়েছে। মাত্র ছয় ঘণ্টারও বেশি সময়ের মধ্যে সংস্থার বাজার মূলধন ৩৫,৩১৯.৪৯ কোটি টাকা কমে গেছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। গত সপ্তাহের প্রথম তিন দিন লাভের মুখ দেখার পর, টানা দু’দিন লোকসানের সম্মুখীন হয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। গত বৃহস্পতিবার যখন বাজার বন্ধ হয়, তখন RIL-এর শেয়ারের দাম ছিল ১,১৭৪ টাকা, যা ২৬.১০ টাকা বা ২.১৭ শতাংশ কম ছিল। এরপর সোমবার শেয়ার বাজার খোলার পর, রিলায়েন্স গ্রুপের (Reliance Group) অধীনস্থ সমস্ত সংস্থার শেয়ার দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

আরও পড়ুন:-Ram Mandir Attack: ধর্মীয় স্থানে বিস্ফোরণের ষড়যন্ত্র!

ফলে বাজারে সংস্থাটির মোট মূলধন ৪০,৫১১.৯১ কোটি টাকা কমে বর্তমানে ১৭.৪৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বাজারের মন্দাভাব এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণেই সংস্থার শেয়ার দরের এমন পতন দেখা যাচ্ছে। শেয়ার বাজারে টানা লোকসানের মধ্যেই নতুন আইনি জটিলতায় পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কেজি বেসিন (KG-D6 basin) থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের (illegal gas extraction) মামলায় সংস্থাটির বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। মুম্বইয়ের বিশেষ(Mukesh Ambani) আদালতের (Mumbai Special Court) সিঙ্গল বেঞ্চের রায়কে খারিজ(India Stock Market) করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি (ONGC – Oil and Natural Gas Corporation) এখন রিলায়েন্সের কাছ থেকে সুদ-সহ ক্ষতিপূরণ আদায় করতে পারবে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই আইনি জটিলতা এবং সাম্প্রতিক লোকসান রিলায়েন্সের বিনিয়োগকারীদের মধ্যে আরও হতাশা সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে সংস্থার শেয়ার মূল্যের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা রিলায়েন্সের শেয়ারে বিনিয়োগের(Mukesh Ambani) ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। সংস্থাটির সাম্প্রতিক আইনি সমস্যার পাশাপাশি, শেয়ার বাজারে চলমান অস্থিরতা (market volatility) ভবিষ্যতে আরও প্রভাব ফেলতে পারে। বাজারের প্রবণতা পর্যালোচনা করে এবং দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করে বিনিয়োগ করাই এখন সবচেয়ে যুক্তিসঙ্গত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।