Donald Trump: অন্যায় করছে ভারত! বন্ধু দেশকে পাল্টা দাওয়াই ট্রাম্পের

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই নয়া শুল্কনীতি চালু করেছে আমেরিকা। এবার এই শুল্কনীতির কোপে পড়ল ভারতও। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মনে করলেও শুল্কের ব্যাপারে ছাড় দিলেন না কোনো। পাশাপাশি এও জানিয়ে দিলেন কবে থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর পাল্টা ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। ফলে ভারত এবং আমেরিকার মধ্যে শুরু হয়েই গেল শুল্ক যুদ্ধ (Tariff War)।

আরও পড়ুনঃ Trump Vs Zelenskyy: বৈরীতা ভুলে কাছাকাছি আমেরিকা-রাশিয়া? ফুঁসছে ইউক্রেন

আরও পড়ুনঃ Trump Vs Zelenskyy: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর সাহায্য করবে না আমেরিকা

ভারতে আমেরিকাজাত বিভিন্ন পণ্যের ওপর শুল্ক চাপানোর বিষয়টি যে তিনি মোটেই ভাল চোখে দেখছেন না, এই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প। বুধবার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়েও একই কথা শোনা গেল তাঁর মুখে। সরাসরি জানিয়ে দেন, ভারত এতদিন অন্যায্য কাজ করে এসেছে আমেরিকার সঙ্গে। তাই এবার তাঁরাও পাল্টা দেবেন।

এদিন মঞ্চে উঠে ডোনাল্ড ট্রাম্প বলেন, “অনেকদিন ধরেই বিভিন্ন দেশ আমাদের মার্কিন পণ্যের ওপর শুল্ক চাপিয়ে আসছে। এবার পালা আমাদের। ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ইত্যাদি দেশ আমাদের ওপর যত বেশি শুল্ক চাপাবে আমরাও তাদের ওপর তত বেশি শুল্ক চাপাব।” এরপরই বন্ধু ভারতকে কাঠগড়ায় তুলে ট্রাম্প জানান, “আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। আমেরিকার প্রতি এই ব্যবস্থা ন্যায্য কখনোই ছিল না।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ট্রাম্প দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পর থেকেই সারা বিশ্বের সঙ্গে কার্যত শুল্ক যুদ্ধ (Tariff War) বেঁধে গিয়েছে যুক্তরাষ্ট্রের। সব দেশ মার্কিন পণ্যের ওপরে শুল্ক চাপায়। তাই আমরাও এবার সেসব দেশের ওপর পাল্টা শুল্ক চাপাব। এই নীতিই নিয়েছে ট্রাম্প প্রশাসন। কবে থেকে ভারত বা অন্যান্য দেশের ওপর পারস্পরিক শুল্ক নীতি আরোপ করা হবে তাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, “১ এপ্রিল থেকে এটা কার্যকর করতে চেয়েছিলাম। কিন্তু অনেকে মনে করতেই পারেন যে আমরা এপ্রিল ফুল করছি। তাই ২ এপ্রিল থেকে এই পারস্পরিক শুল্ক কার্যকর হবে।”