নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন (Superfast Express Train) করমণ্ডল এক্সপ্রেস (Coromandal Express) আজ ৪৮ বছরে পা দিল। বহু যাত্রীর নিত্যসঙ্গী এই ট্রেনটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়লেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য এই ট্রেনের গুরুত্ব অপরিসীম। ১৯৭৭ সালের ৬ মার্চ প্রথম যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রতি বছরের মতো এবারও রক্ষণাবেক্ষণের (Maintenance) আগে রেলকর্মীরা (Railway Workers) ট্রেনটির সুস্থ ও নিরাপদ যাত্রার জন্য পুজো দেন এবং মানত করেন, যাতে ভবিষ্যতে এটি আর কোনও বড় দুর্ঘটনার (Train Accident) কবলে না পড়ে।
আরও পড়ুন:- Indian Railways: বাতিল হল গ্রুপ-সি নিয়োগ
গত কয়েক দশকে করমণ্ডল এক্সপ্রেস বহুবার বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ২০২৩ সালের ২ জুন ওড়িশার (Odisha) বালেশ্বর (Balasore) জেলার কাছে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত (Derailment) হয়। চেন্নাইগামী (Chennai-bound) এই ট্রেনটির দুর্ঘটনায় অন্তত ৩২ জন যাত্রীর মৃত্যু হয়, এবং ১৭৯ জন আহত হন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোর (Nellore) জেলায় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সাতটি কামরা বেলাইন হয় (Train Derailment)। এতে ১০০ জন যাত্রী আহত হন।ওড়িশার জাজপুর কেওনঝড় রোডের (Jajpur Keonjhar Road) কাছে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে, যেখানে কমপক্ষে ১৫ জন প্রাণ হারান। ট্রেনটির(Coromandal Express) গতিবেগ ছিল ১১৫ কিমি প্রতি ঘণ্টা। ২০১২ সালে লিঙ্গরাজ স্টেশনের (Lingaraj Station) কাছে ট্রেনটির সাধারণ কামরায় আগুন (Fire Accident) ধরে যায়। একই বছর ৩০ ডিসেম্বর, ওড়িশার গঞ্জাম (Ganjam) জেলায় করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় ছয়টি হাতির মৃত্যু ঘটে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
২০১৫ সালে অন্ধ্রপ্রদেশের নিদাদাভলু (Nidadavolu) স্টেশনে করমণ্ডল এক্সপ্রেসে আগুন লাগে, যার ফলে দুটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২৩ সালের বালেশ্বর দুর্ঘটনার পর ট্রেনটি বেশ কিছুদিন পরিষেবা বন্ধ রাখার পর পুনরায় চালু হলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। শালিমার স্টেশন (Shalimar Station) থেকে ট্রেনে ওঠার জন্য পরিযায়ী শ্রমিকরা বলেন, “কাজে না গেলে খাব কী?”— যা এই ট্রেনের অপরিহার্যতা বুঝিয়ে দেয়। করমণ্ডল এক্সপ্রেস(Coromandal Express) তার দীর্ঘ যাত্রাপথে অনেক প্রতিকূলতা অতিক্রম করলেও আজও এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে অসংখ্য যাত্রীকে পৌঁছে দিচ্ছে। ৪৮ বছরের প্রৌঢ়ত্ব নিয়েও এই সুপারফাস্ট এক্সপ্রেস নিরবিচারে ছুটে চলেছে, পরিযায়ী শ্রমিক ও সাধারণ যাত্রীদের জন্য এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে।