নিউজ পোল ব্যুরো: বুধবার দমদমে (Dumdum) দুই ব্যক্তির মধ্যে মারপিটের ঘটনায় একজনের মৃত্যু (Death) ঘটেছে এবং আরেকজন গুরুতর জখম অবস্থায় (Injury) হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন। মৃত ব্যক্তির নাম গোকুল মণ্ডল (Gokul Mondal)। অভিযোগ তিনি তার প্রতিবেশী প্রদীপ সরকারের (Pradip Sarkar) চোখ উপড়ে ফেলেছেন। পুলিশ (Police) সূত্রে খবর স্থানীয়রা প্রদীপ বাবুকে উদ্ধার করতে গেলে হাতাহাতি হয় গোকুল মন্ডলের সঙ্গে আর যার জেরেই মৃত্যু ঘটেছে তার।
আরও পড়ুন: Molestation: রক্ষকই ভক্ষক, ট্রেনের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার পুলিশকর্মী
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে দক্ষিণ দমদম (Dumdum) পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে বছর চল্লিশের প্রদীপ সরকার, গোকুল মন্ডলের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে এবং তার স্ত্রীর দিকে অশ্লীল ইঙ্গিত করতে থাকে। এই ঘটনার প্রতিবাদ করলে দুজনের মধ্যে ঝামেলা চরমে পৌঁছায় এবং হাতাহাতিতে জড়িয়ে পরেন দুজনে। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎই প্রদীপের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে তার চোখে আঙুল ঢুকিয়ে দেন গোকুল। তাকে বাড়ির ভেতর ঢুকিয়ে মারধোর করতে থাকেন গোকুল। এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয়ে প্রদীপকে বাঁচানোর চেষ্টা করে। সেইসময় ধাক্কাধাক্কিতে আহত হন গোকুল এবং পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পাশাপাশি ওই মদ্যপযুবককেও একটি বেসরকারি হাসপাতালে (Dumdum) ভর্তি করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই ঘটনার পর এলাকায় (Dumdum) ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গোকুলের পরিবারের অভিযোগ, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। গোকুলের ভাইপো বলেছেন, “আমার কাকার হত্যার জন্য দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।” ব্যারাকপুর কমিশনারেটের (দক্ষিণ) ডিসিপি অনুপম সিং জানিয়েছেন অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।