Mamata at Oxford: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford university) আমন্ত্রণ। সেই ডাকে সাড়া দিয়েই লন্ডনে (London) যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই খবর সামনে আসার পরেই তৃণমূলের অন্দরে বলা ভালো বাংলা জুড়েই বইছে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর এই সফর বাংলার মুকুটে যে নয়া পালক জুড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দেবেন বলেও সূত্রে খবর। জেনে নিন মুখ্যমন্ত্রীর লন্ডন সফর সূচি।

খবর অনুযায়ী আগামী ২১ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই হয়ে লন্ডনে যাবেন। টানা বেশ কয়েকদিন থাকবেন তিনি। দুবাই থেকে লন্ডন যাওয়ার পর সভা, বৈঠক ও নানা কর্মসূচি সেরে ২৮ মার্চ লন্ডন থেকে রওনা হয়ে ২৯ মার্চ কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যদিও এটাই প্রথম নয় এর আগে বাংলার মুখ্যমন্ত্রী ২০১৫ সালে লন্ডনে গিয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানের ছাত্রছাত্রীদের মমতা তাঁর রাজনৈতিক সংগ্রাম, সামাজিক অবদান ও নেতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকদিন থেকেই বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়ে আসছিল। সেই আমন্ত্রণই এবার রক্ষা করতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আরও খবর মিলেছে লন্ডন সফরেও শিল্প নিয়ে শিল্পপতিদের সঙ্গে হতে পারে বৈঠক। তবে ঠিক কি নিয়ে বৈঠক হবে তা বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুনঃ Narendra Modi: মুখোয়া মন্দিরে ‘গঙ্গা আরতি’ প্রধানমন্ত্রী মোদীর

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে লন্ডনে (London) এবং বাকিংহাম প্যালেসে সফর করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ৷ সেই সময়ে তাঁর সফর সঙ্গী ছিলেন রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ সুগত বসু ও ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে সেখানে গিয়ে মমতার ভাষণ দেওয়ার কথা থাক্লেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। ওই অনুষ্ঠান স্থগিত থাকছে বলে ইমেল করে জাননো হয় অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে। সব ঠিক থাকা সত্বেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিলের ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সে সব এখন অতীত। আপাতত মমতার লন্ডন সফর ঘিরে চড়ছে পারদ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/