Narendra Modi: মুখোয়া মন্দিরে ‘গঙ্গা আরতি’ প্রধানমন্ত্রী মোদীর

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের নানা কাজ সামলানোর পাশাপাশি আধ্যাত্মিক দিকেও নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। কাজের ফাকে তাঁকে দেখা যায় দেশের নানা প্রান্তে নানা মন্দিরে পুজো দিতে যেতে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখোয়া দেবী মন্দিরে ‘গঙ্গা আরতি'(Ganga Aarti) করেছেন। এদিন প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী একাধিক ধর্মীয় ও উন্নয়নমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। নমোর সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ধামি একটি পোস্টে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি তাঁর উদ্যমী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেবভূমি উত্তরাখণ্ডের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন, জাতির উন্নয়নের একজন মহান সাধক, আজ দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে দেবভূমি উত্তরাখণ্ডে পৌঁছানোর পর তাঁকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।” উত্তরাখণ্ড সফরের সময়ে গঙ্গা নদীর কেন্দ্র মুখোয়ায় প্রার্থনা করার পর, প্রধানমন্ত্রী মোদী হরসিল উপত্যকায় যাবেন, যেখানে তিনি একটি ট্রেক এবং বাইক র‍্যালির সূচনা করবেন এবং একটি জনসমাবেশকে ভাষণ দেবেন। ধামি আরও বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর বিশ্ব পর্যটন মানচিত্রে মুখিনাথ (মুখোয়া) প্রতিষ্ঠা এবং রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে শক্তিশালী করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখোয়ায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমরা সকলেই গর্বিত। রাজ্যের সকল জনগণের পক্ষ থেকে, দেবভূমি উত্তরাখণ্ডে তাঁর শীতকালীন সফরে প্রসিদ্ধ প্রধানমন্ত্রীকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি।”

আরও পড়ুনঃ Rhino Census: গোরুমারায় শুরু গন্ডার শুমারি !

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো শীতের জন্য গঙ্গোত্রী ধামের দরজা বন্ধ করার পর দেবী গঙ্গার মূর্তি স্থানান্তরিত হওয়ার স্থান হিসেবে মুখোয়া (Mukhwa) ধর্মীয় স্থান হিসেবে তাৎপর্য বহন করে। এই স্থানান্তর ঘটে কারণ গঙ্গোত্রী মন্দিরটি ভারী তুষারপাত এবং কম তাপমাত্রার কারণে বন্ধ হয়ে যায়। গ্রীষ্মকালে গঙ্গোত্রী মন্দির পুনরায় খোলা না হওয়া পর্যন্ত ছয় মাস ধরে মুখোয়া মন্দিরে গঙ্গার প্রতিমা পূজা করা হয়। মন্দির পুনরায় খোলার পরে, উৎসবে ভরা এক বিশাল শোভাযাত্রায় প্রতিমাটি গঙ্গোত্রী মন্দিরে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে বুধবার সকালে, সফরের বিস্তারিত তথ্য শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী X-এ লেখেন, “আমি খুবই খুশি যে দেবভূমি উত্তরাখণ্ডের ডাবল ইঞ্জিন সরকার এই বছর শীতকালীন পর্যটন প্রচারের জন্য একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। এটি ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি, হোমস্টে সহ অনেক স্থানীয় ব্যবসাও সমৃদ্ধির সুযোগ পাচ্ছে। মুখোয়ায় পতিত পাবনী মা গঙ্গার শীতকালীন বাসস্থান পরিদর্শন করতে পেরে আমি খুবই আনন্দিত । এই পবিত্র স্থানটি তার আধ্যাত্মিক তাৎপর্য এবং আশ্চর্যজনক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। শুধু তাই নয়, এটি ঐতিহ্যের পাশাপাশি উন্নয়ন-এর আমাদের সংকল্পের একটি অনন্য উদাহরণ।” তিনি বলেন। “দেবভূমি উত্তরাখণ্ডে পর্যটন প্রচারের মাধ্যমে আমরা রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পর্বে, আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে মুখোয়ায় মা গঙ্গার পূজা করার সুযোগ পাব।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/