নিউজ পোল ব্যুরো: বৈদিক শাস্ত্র (Vedic) (scripture) অনুসারে, বৃহস্পতিবার (Thursday) হলেন সমৃদ্ধ,জ্ঞান,ঐশ্বর্য,আধ্যাত্মিক উন্নতি এবং মান সম্মানের অধিকারী। পৌরাণিক কাহিনীগুলি (Mytholog) অনুযায়ী শিবের কঠোর তপস্যা থেকে বৃহস্পতি দেবগুরু হিসেবে খ্যাতি লাভ করেন এবং শিব তাকে নবগ্রহের মধ্যে স্থান দেন। ১২ টি রাশির মধ্যে চারটি রাশি বৃহস্পতি দেবের বিশেষ পছন্দের রাশি। আসুন, আজকের রাশিফল (Daily horoscope) জেনে নেওয়া যাক।
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি (Daily horoscope) সূর্য (Sun) । সূর্য এবং বৃহস্পতির মধ্যে এক সুসম্পর্ক রয়েছে,যার কারণে সিংহ রাশির জাতকদের ওপর বৃহস্পতিবার (Thursday) বিশেষ কৃপা থাকে। সিংহ জাতকরা আত্মবিশ্বাসী এবং যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম। তাঁরা কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করেন এবং জীবনে সব ধরনের সুখ ও অভিজ্ঞতা লাভ করেন।
আরও পড়ুন:Daily Horoscope: আজকের রাশিফলে খুঁজে পান আপনার সঠিক পথ!
ধনু রাশি: ধনু রাশি জাতকরা উৎসাহী (Daily horoscope) এবং নতুন কিছু শিখতে সদা প্রস্তুত বৃহস্পতির আশীর্বাদে ধনু রাশি চাতকদের সফলতা আসে, এমনকি যখন তাদের কাজ সফল হওয়া সম্ভাবনা কম থাকে এরা পরিশ্রমী এবং কঠিন পরিস্থিতিতে দেব গুরুর আশীর্বাদে রক্ষা পান।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা (Daily horoscope) দেবগুরু বৃহস্পতির (Thursday) আশীর্বাদে সুখী জীবনযাপন করেন। বৃহস্পতি যখন কর্কট রাশিতে গোচর করেন, তখন এই রাশির জাতকদের ধনলাভ এবং সমাজে প্রগতি হয়। শিক্ষা সমাজসেবা ও কর্মজীবনে অনেক উন্নতি সাধন করতে সক্ষম হন এরা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
মীন রাশি: মীন রাশি বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম মীন রাশির জাতকরা সহানুভূতিশীল এবং দয়ালু স্বভাবের হয়ে থাকেন বৃহস্পতির কৃপায় তাদের জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হয়। এদের মধ্যে শিল্পসঙ্গীত এবং সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থাকে। ধৈর্য ও সহনশীলতার জন্য বৃহস্পতি তাদের বিশেষভাবে পছন্দ করেন।