Canada-US Trade: কানাডার দোকান থেকে উধাও মার্কিন মদ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কানাডা ও আমেরিকার মধ্যে বাণিজ্য বিরোধ (trade dispute) নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে কানাডার বেশ কয়েকটি প্রদেশ মার্কিন তৈরি অ্যালকোহল (American alcohol) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রশাসন (Trump administration) কানাডিয়ান পণ্যের ওপর ২৫% শুল্ক (tariff) আরোপ করায় এর প্রতিক্রিয়ায় কানাডা একই হার শুল্ক চাপিয়েছে(Canada-US Trade)।

আরও পড়ুন:- Donald Trump : বিরাট সিদ্ধান্ত! পাকিস্তানিদের আমেরিকায় ঢুকতে দেবেন না ট্রাম্প

বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালকোহল ক্রেতা অন্টারিওর লিকার কন্ট্রোল বোর্ড (LCBO) ঘোষণা করেছে যে, তারা মার্কিন উৎপাদিত পানীয় তাদের দোকান থেকে সরিয়ে ফেলেছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড (Doug Ford) জানান, LCBO প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলারের মার্কিন অ্যালকোহল বিক্রি করে, যা এখন নিষিদ্ধ। এছাড়া, প্রদেশের একচেটিয়া পাইকারি বিক্রেতা হিসেবে LCBO-এর সিদ্ধান্তের ফলে স্থানীয় খুচরা বিক্রেতা, বার ও রেস্তোরাঁগুলো আর মার্কিন পণ্য পুনরায় মজুত করতে পারবে না। এই প্রতিশোধমূলক সিদ্ধান্তের ফলে বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড, যেমন জ্যাক ড্যানিয়েলস (Jack Daniel’s), বাজারে চাপে পড়েছে। জ্যাক ড্যানিয়েলের মালিকানাধীন ব্রাউন-ফরম্যান (Brown-Forman) কোম্পানির সিইও লসন হোয়াইটিং (Lawson Whiting) বলেন, ‘‘এটি শুল্কের চেয়েও খারাপ, কারণ এটি আমাদের পণ্যগুলোকে একেবারে বাজার থেকে সরিয়ে দিচ্ছে।’’ বাণিজ্য উত্তেজনা (trade tension) কানাডিয়ানদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব জাগিয়ে তুলেছে(Canada-US Trade)। অনেকেই স্থানীয় ব্র্যান্ডকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) মার্কিন শুল্ককে ‘‘একেবারে বোকামি’’ বলে অভিহিত করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কানাডার অর্থনীতি দুর্বল করার চেষ্টা করার অভিযোগ করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এছাড়াও, মেক্সিকোও (Mexico) মার্কিন শুল্ক দ্বারা প্রভাবিত, যা ব্রাউন-ফরম্যানের বিক্রয়ের ৭% বাজারকে প্রভাবিত করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি (Mélanie Joly) ট্রাম্পের কানাডাকে ৫১তম মার্কিন রাজ্যে পরিণত করার মন্তব্যকে গুরুতর বলে উল্লেখ করেছেন(Canada-US Trade)। এই বাণিজ্য বিরোধ আগামী দিনে কীভাবে গতি পাবে, তা নিয়ে দুই দেশের ব্যবসায়ী ও রাজনীতিকরা নজর রাখছেন।