নিউজ পোল ব্যুরো: দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই একের পর এক নয়া চমক দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কখনো নয়া শুল্কনীতি চালু তো কখনো আবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা। ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে কার্যত সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। আর এবারে রিপাবলিকান নেতার কড়া পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ Tariff War: মার্কিন-চিন শুল্ক যুদ্ধ কি মোড় নিচ্ছে বিশ্বযুদ্ধের দিকে?
সূত্রের খবর, পাকিস্তানিদের প্রবেশ আমেরিকায় নিষিদ্ধ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানা গিয়েছে, দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরই তিনি প্রসাশনিক স্তরে একটি নির্দেশিকা জারি করে ক্যাবিনেটের সদস্যদের জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরি করতে আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কোন দেশের পর্যটকদের আংশিক বা পূর্ণ বৈধতা দেওয়া হবে তা নিয়েই এই তালিকা। আর উল্লেখযোগ্য বিষয় হল, এখানে নেই পাকিস্তানের নাম
অর্থাৎ পাকিস্তানের নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যত ‘নো এন্ট্রি’ বোর্ড লাগাতে চলেছেন ট্রাম্প (Donald Trump)। উল্লেখ্য, এই তালিকা তৈরির ডেডলাইন দেওয়া হয়েছিল ১২ মার্চ পর্যন্ত। আর শুধু পাকিস্তান নয়। এই তালিকায় আফগানিস্তানের নাম নেই বলেও জানা গিয়েছে। অর্থাৎ পাকিস্তানিদের পাশাপাশি আফগানিস্তানের মানুষজনও আর ঢুকতে পারবেন না ট্রাম্পের আমেরিকায়। যদিও এই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা করেনি ট্রাম্প প্রশাসন। তাই গোটাটাই জল্পনার স্তরে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
উল্লেখ্য, এবারেই প্রথম নয়। এর আগে গত ২০১৮ সালে প্রথমবারের মত ক্ষমতায় থাকাকালীনও একই চাল দিয়েছিলেন ট্রাম্প। সেবার সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা চাপানো হয়। যদিও ২০২১ সালে ক্ষমতায় এসে সেই নিষেধাজ্ঞা তুলে নেন জো বাইডেন (Joe Biden)। তবে ট্রাম্প ক্ষমতায় আসতে আবার সেই সমস্ত বিধিনিষেধ আরোপ হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে।