Foreign ministry official: দিল্লিতে ফরেন সার্ভিস অফিসার ঘটালেন বড় ঘটনা

দেশ

নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকালে দিল্লিতে ঘতে গেল মর্মান্তিক ঘটনা। দিল্লির চাণক্যপুরীতে ভারতীয় ফরেন সার্ভিসের (IFS) একজন সিনিয়র অফিসারের(Foreign ministry official) আত্মহত্যার(Suicide) খবর মিলেছে। ওই কর্মকর্তার নাম জিতেন্দ্র রাওয়াত। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর মৃত সিনিয়র অফিসারের চিকিৎসা চলছিল।জিতেন্দ্র রাওয়াত শুক্রবার সকাল ৬টার দিকে বিদেশ মন্ত্রণালয়ের (EMA) আবাসিক সোসাইটিতে তাঁর বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। ভারতীয় ফরেন সার্ভিসের কর্মকর্তার তাঁর মায়ের সঙ্গে ওই আবাসিক ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী এবং দুই সন্তান দেরাদুনে থাকেন। মৃত আধিকারিকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে খবর। ছাদ থেকে লাফ দেওয়ার পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশের একটি সূত্রের মতে, “গত কয়েকদিন ধরে রাওয়াত চিন্তিত ছিলেন। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ Chandrayaan-3: চাঁদে বরফের পরিমাণ নিয়ে বড় তথ্য দিল চন্দ্রযান-৩

ঘটনার পর, বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে অফিসারের মৃত্যু নিশ্চিত করেছে। জানানো হয়েছে, “মন্ত্রণালয় পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। এই শোকের সময়ে মন্ত্রণালয় পরিবারের পাশে রয়েছে।” ভারতীয় ফরেন সার্ভিসের (IFS) একজন সিনিয়র অফিসারের(Foreign ministry official) আত্মহত্যা নিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে যে শোকের এই সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, চাণক্যপুরি পরিচিত দিল্লির কূটনৈতিক এনক্লেভ হিসেবে । এই এলাকায় রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারি অফিস আছে। পুলিশ এটাও জানিয়েছে এই মৃত্যু আত্মহত্যা নেপথ্যে অন্য কোনও কারণ নেই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/