নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে সল্টলেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন (International Women’s Day) । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু অধিকার বিভাগের মন্ত্রী ডক্টর শশী পাঁজা Shashi Panja। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং বিধান নগর পুলিশের মহিলা কর্মকর্তারা।
প্রতি বছর ৮ ই মার্চ, জাতিসংঘ United Nationsকর্তৃক ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) স্বীকৃতি পাওয়ার পর থেকে, সবাইকে এই দিনটি উদযাপিত (Celebration) হচ্ছে। ২০২৫ সালের এই দিবসে জাতিসংঘ সকল ‘নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য গ্রহণ করেছে।
আরও পড়ুন:Illegal Liquor: গ্রামের শান্তি ফেরাতে মহিলাদের বিক্ষোভ
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, যা নারীদের শক্তি এবং স্থিতিস্থাপকতা উদযাপন করার সুযোগ তৈরি করেছে। সেই নারীরা (Women’s) যারা নিজেদের সংগ্রাম এবং চ্যালেঞ্জ (Challenge) মোকাবিলা করে অন্যদের ক্ষমতায়ন করেছেন তারা এখন নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করছেন। এই উপলক্ষে বিশিষ্ট নারীরা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার (Share) করেছেন এবং সামাজিক ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের কার্যক্রম তুলে ধরেছেন।

এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মহিলা ও শিশু অধিকার বিভাগের মধ্যে ডঃ শশী পাঁজা, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যরা। আরো নারীদের ক্ষমতায়ন (Women’s empowerment) এবং উন্নয়নের কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থা হলে এই অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন জেলার সমাজ কল্যাণ কর্মকর্তা এবং গার্হস্থ্য সহিংসতা সুরক্ষা কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন:Indian Railways: ভারতীয় রেলে বড়সড় বদল!
নারী (International Women’s Day) ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে নারীদের অধিকার সুরক্ষা এবং তাদের ক্ষমতায়নে কাজ করছে। লক্ষীর ভান্ডার কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে নারীদের চাহিদা পূরণ এবং তাদের ক্ষমতায়ন করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা নারীদের সহায়তার জন্য বিভিন্ন দুঃস্থ মহিলা আশ্রমও পরিচালিত হচ্ছে। এছাড়া, বার্ধক্য পেনশন বিধবা পেনশন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পেনশন সম্পর্কিত নানা প্রকল্প কার্যক্রমে রয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/