Jhargram: সবজি ফেলে বিক্ষোভ চাষীদের!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সবজি বাজার বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার ঝাড়গ্রাম (Jhargram) স্টেশন চত্বর। রাস্তায় সবজি ফেলে অবরোধ (Blockade) ও বিক্ষোভ (Demonstration) প্রদর্শন করেছেন স্থানীয় চাষীরা এবং ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। সকালে তারা স্টেশনের সামনে রেলের জমিতে ( Railway land) বাজার বসানোর চেষ্টা করছিলেন সেই সময় রেলওয়ের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়, যার ফলে ব্যবসায়ীরা (Businessman) ক্ষুব্ধ হয়ে রাস্তায় সবজি (Vegetables) ফেলে অবরোধ শুরু করেন।

আরও পড়ুন:Jalpaiguri Death : দানা বাঁধছে ভ্যাকসিন রহস্যে, বিস্ফোরক মীনাক্ষী

সবজি বিক্রেতারা অভিযোগ করেন, তাদের কোনো পূর্বসূচনা বা নোটিশ (Notice) ছাড়া বাজার বসানোর অনুমতি দেওয়া হচ্ছে না। তাদের দাবি যদি বাজারে জন্য কোনো উন্নয়ন বা পরিকল্পনা থাকে, তারা তাতে কোন বিরোধিতা (Opposition) করবেন না, কিন্তু তাদের জীবিকা রক্ষার (Protect your livelihood) জন্য এই অবরোধের পথে হাঁটতে বাধ্য হয়েছেন। তারা জানান, তাদের পেটের ভাত নষ্ট হওয়ার পরিস্থিতি তারা মেনে নেবেন না।

ঘটনার পর দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর ঝাড়গ্রাম (Jhargram) জিআরপিএফ (GRPF)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত করেন অবশেষে তারা জানিয়ে দেন যে রেলের পক্ষ থেকে কোন উচ্ছেদ (Eviction) বা পুনর্বাসনের (Rehabilitation) সিদ্ধান্ত (Decision) নেওয়ার আগে জেলা প্রশাসক ও ব্যবসায়ীদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন:Sealdah: শিশুদের ভবিষ্যৎ নির্মাণ, চাহাক কিডসের শুভ উদ্বোধন

এর আগে ঝাড়গ্রাম (Jhargram) স্টেশন সংলগ্ন এলাকায় রেলের পক্ষ থেকে কিছুদিন আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ব্যবসায়ীদের দোকান সরানোর ব্যাপারে কথা হয়। তবে তাদের দোকান সরানোর পরেও আজ হঠাৎ করে রেল কর্তৃপক্ষ Railway authoritiesবাধা দিতে শুরু করে। যা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এই ঘটনার পর চাষীরা রাস্তায় সবজি ফেলে অবরোধ করেন এবং তাদের দাবি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে সমাধান চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/