Kolkata Airport: বিমানবন্দর থেকে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের(Kolkata Airport) এক নম্বর গেট এলাকা থেকে বিশাল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি (illegal firecrackers) বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে (confidential source) খবর পেয়ে পুলিশ এক নম্বর গেট এলাকায় একটি লরি আটক করে এবং সেটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০-৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। এই ঘটনায় লরির চালক জহিরুল হককে (Zahirul Haque) গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:- Bratya Basu: শিক্ষামন্ত্রীর পাড়ায় পোস্টার সাঁটাল এসএফআই

পুলিশ সূত্রে খবর, ওই লরিটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে (Belghoria Expressway) ধরে আসামের (Assam) দিকে যাচ্ছিল। শব্দবাজিগুলি বারুইপুরের (Baruipur) চম্পাহাটি (Champahati) এলাকা থেকে আসছিল। গোপন সূত্রে পুলিশের কাছে আগেই খবর ছিল যে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি একটি লরিতে করে পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে এক নম্বর গেট এলাকায়(Kolkata Airport) নজরদারি চালানো হয় এবং নির্দিষ্ট লরিটি আসতেই সেটি আটক করে পুলিশ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

লরি চালককে (truck driver) আটক করে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে এই শব্দবাজিগুলি আসামে(Assam) কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সেটি ঠিক কার কাছে পৌঁছানো হচ্ছিল এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আজ ধৃত লরি চালককে ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) পেশ করা হবে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে, যাতে এই বেআইনি শব্দবাজি পাচার চক্র (illegal firecracker smuggling racket) সম্পর্কে(Kolkata Airport) আরও তথ্য বেরিয়ে আসে।