নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশন (Chhatrapati Shivaji Maharaj Railway Station) বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল। স্টেশনের মহিলা শৌচালয়ের (Women’s Toilet) ভিতর থেকে উদ্ধার হল এক অচৈতন্য যুবতী, যার হাতের শিরা কাটা ছিল! মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত, আর সেই রক্ত দিয়েই দেওয়ালে লেখা “I am sorry”— এই দৃশ্য দেখেই আতঙ্কে শোরগোল পড়ে যায় গোটা স্টেশনে(Mumbai News)। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক যুবতী স্টেশনের মহিলা শৌচালয়ে ঢোকেন। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বের হননি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় কেটে যাওয়ায় সাফাইকর্মীদের সন্দেহ হয়। তাঁরা খবর দেন জিআরপি পুলিশকে (Government Railway Police – GRP)।
আরও পড়ুন:- PM Modi: করোনাকালে সাহায্য, প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দিল বার্বাডোজ
জিআরপি এসে শৌচালয়ের দরজায় বারবার ডাকাডাকি করে। কোনও সাড়া না পেয়ে, এক পুলিশকর্মী কিউবিকলের উপর দিয়ে উঁকি দেন এবং যা দেখেন, তাতে সবাই হতবাক! মেঝে রক্তে ভেসে যাচ্ছে, আর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই যুবতী। সঙ্গে সঙ্গেই পুলিশ দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (Local Hospital) নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা জানান, যুবতীর বয়স আনুমানিক ১৮ বছর। বর্তমানে তিনি আইসিসিইউ-তে (ICCU – Intensive Coronary Care Unit) ভর্তি আছেন এবং কথা বলার অবস্থায় নেই। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, যুবতী(Mumbai News) নিজেই নিজের হাতের শিরা কেটেছেন (Self-Harm)। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, কেনই বা স্টেশনের শৌচালয়কেই বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। এটি কি শুধুই ব্যক্তিগত হতাশার ফল, নাকি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে? যুবতী কি একা ছিলেন, নাকি কেউ তাঁকে সেখানে ঢুকতে দেখেছে? পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখার কাজ শুরু করেছে।স্টেশনের মতো জনবহুল জায়গায় এমন একটি ঘটনা(Mumbai News) স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রেল কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এখন শুধু সময়ের অপেক্ষা, পুলিশের তদন্তেই মিলবে এই ঘটনার আসল সত্য।