নিউজ পোল ব্যুরো: রণবীর কাপুর (Ranbir Kapoor) বলিউডের অন্যতম জনপ্রিয় ও হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে একজন। একসময় একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যেত। প্রেম, বিচ্ছেদ, গসিপ—সবকিছু মিলিয়ে রণবীর প্রায়শই খবরের শিরোনামে থাকতেন। তবে এখন তিনি শুধুই আলিয়া ভাটের (Alia Bhatt)। বিবাহিত জীবনে থিতু হলেও তাঁর অভিনয় দক্ষতা আজও দর্শকদের মুগ্ধ করে। রণবীর বরাবরই নিজেকে অভিনয়ের দিক থেকে স্বাচ্ছন্দ্যে রাখেন, কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য (Intimate Scenes) করার ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা সঙ্কোচ বোধ করতেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil) কিংবা সাম্প্রতিক ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ (Animal) সিনেমায় তিনি সেই ধারণা বদলে দিয়েছেন। তবে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে, যখন তাঁর বিপরীতে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya-Ranbir)।
আরও পড়ুন:- Abhishek Bachchan: অমিতাভের প্রশংসায় অভিষেক!

রণবীর নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ঐশ্বর্যের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করতে গিয়ে তিনি চরম নার্ভাস হয়ে পড়েছিলেন(Aishwarya-Ranbir)। বলিউডে যাঁকে ‘লেডিস ম্যান’ (Ladies’ Man) বলা হয়, সেই রণবীরই কি না ঐশ্বর্যের সামনে ঘাবড়ে গিয়েছিলেন! তিনি বলেছিলেন, ঐশ্বর্যর নাম শুনেই তাঁর কালঘাম ছুটে গিয়েছিল। একবার জনপ্রিয় কমেডি শোতে (The Kapil Sharma Show) কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে কথোপকথনে রণবীর ঐশ্বর্যের রূপের প্রশংসা করে বলেছিলেন, “ঐশ্বর্য যখন স্নান করেন, তখন জলের স্নান হয়ে যায়।” অর্থাৎ, তাঁর সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে প্রকৃতিও যেন তাঁর সামনে হার মানে!
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ঐশ্বর্য এবং রণবীরের(Aishwarya-Ranbir) ঘনিষ্ঠ মুহূর্ত পর্দায় আসতেই তা ভাইরাল (Viral) হয়ে গিয়েছিল। তাঁদের রসায়ন দর্শকদের মন কেড়েছিল। তবে বলিউডে গুঞ্জন ছিল, ঐশ্বর্যের পরিবার (Bachchan Family) নাকি বিষয়টি ভালভাবে নেয়নি। শোনা গিয়েছিল, ঐশ্বর্য পরিবারের কাউকে কিছু না জানিয়েই এই দৃশ্যের শুটিং করেছিলেন! যদিও এটি শুধুই রটনা (Rumors)। এই ঘটনা প্রমাণ করে, বলিউডে অভিনয়ের পেশাদারিত্ব (Professionalism) কতটা গুরুত্বপূর্ণ। অভিনয় মানে শুধু স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপ বলা নয়, চরিত্রের প্রয়োজনে সমস্ত সীমাবদ্ধতাকে ছাপিয়ে যাওয়া। রণবীর কাপুরও সেই কাজই করেছিলেন, যদিও ঐশ্বর্যের সামনে তিনি এক মুহূর্তের জন্য হলেও নার্ভাস হয়ে পড়েছিলেন!