নিউজ পোল ব্যুরো: এবার রেশন কার্ডের (Ration Card) সঙ্গেও লিঙ্ক (Link) করাতে হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account), এমনই চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বর্তমানে রেশন কার্ডের (Ration Card) সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সংযুক্তিকরনের প্রস্তাব দিয়েছে, যা ইতিমধ্যে আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। এর জন্য রেশন বণ্টন নীতিমালায় (Ration distribution policy) সংশোধন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় খাদ্য ও গনবণ্টন মন্ত্রক।
আরও পড়ুন:Mumbai News: শৌচালয়ে অচৈতন্য যুবতী, রক্তে লেখা রহস্যময় বার্তা
সরকারি সূত্রে খবর, গত ২৮ শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব রাজ্যগুলির খাদ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন, যেখানে কেন্দ্র এই নতুন প্রস্তাবটি তুলে ধরেছে, প্রস্তাব অনুযায়ী, ২০১৫ সালের রেশন বণ্টন নীতি (Ration distribution policy) সংশোধন করা হবে। এই সংশোধন অনুসারে নতুন রেশন কার্ড (Ration Card) প্রদানকালে, পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণের সময় রাজ্য সরকার আধারের (Aadhar Card) সঙ্গে রেশন কার্ড সংযুক্তির পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এর মূল উদ্দেশ্য কী? সেই নিয়ে উঠছে প্রশ্ন। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, সরকার হয়তো ভবিষ্যতে রেশন বিতরণের জন্য চাল-গম সরবরাহের বদলে, নগদ ভর্তুকি (Subsidy) দেওয়ার ব্যবস্থা করতে চাইছে। এই পদক্ষেপটি হয়তো এক ধরনের আংশিক নগদ সহায়তার পথ খুলে দিতে পারে, যেখানে খাদ্য সামগ্রী (Food items) সরবরাহের বদলে সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হবে।
বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (National Food Security Act) অনুসারে প্রায় ৮১.৩৫ কোটি মানুষ মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম পেয়ে থাকেন। মোদী সরকারের নীতির মাধ্যমে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:Women’s Day: নারী দিবসে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে কেবল মহিলারা
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড সংযুক্তির প্রস্তাবের মাধ্যমে সরকারের উদ্দেশ্য হতে পারে, আরও নির্ভুল ও স্বরলিংস উপায় ভর্তুকি বিতরণ করা। এভাবে ভর্তুকির (Subsidy) অর্থ সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত হবে এবং মধ্যস্বত্বভোগীদের অপব্যবহার কমবে। এটি খাদ্য মন্ত্রককে আরও কার্যকরীভাবে রেশন ব্যবস্থা পরিচালনার সুযোগ দেবে। তবে এই প্রস্তাবের বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে, বিশেষ করে যারা ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে পরিচিত নয় তাদের জন্য।