নিউজ পোল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) আরও একজনের জামিন দিল আদালত। কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকুর পর এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল। সিবিআইয়ের বিশেষ আদালত শুক্রবার বিশেষ শর্তসাপেক্ষে হুগলির অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলবন্দি অয়নকে ১ লক্ষ টাকার দুটি সিওরিটি বন্ডে (৫০ হাজার টাকা করে) জামিন দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালত জানিয়েছে অয়ন শীল যেতে পারবেন না কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলির বাইরে তবে তবে জামিন পেলেও হলেও হুগলির অয়ন এখনই জেল থেকে মুক্ত হচ্ছেন না। পুর নিয়োগ দুর্নীতি মামলাতে অভিযুক্ত থাকার কারণে তিনি এখনই জেল থেকে বের হতে পারবেন না। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতিতে অধিকাংশ মামলাতে জামিন মিলেছে অয়ন শীলের। আর একটি মামলায় জামিন পেলে হয়ত জেল থেকে মুক্ত হবেন।
আরও পড়ুনঃ Jadavpur: শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘটা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
২০২৩ সালের মার্চ মাসে হুগলির অয়ন শীলকে শিক্ষা দু্র্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি ও সিবিআই উভয়ের হাতেই অয়ন গ্রেফতার হন। ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অয়ন শীলকে নিয়ে প্রাথমিক মামলায় পঞ্চম জনের জামিন হল। এর আগে এই মামলায় জামিন পেয়েছেন নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র। তৎকালীন তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই দাবি করা হয়েছে অয়নকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/