Bangladesh: শরীর পুরোপুরি না ঢাকায় ছাত্রীকে হেনস্থা, শাস্তি নয়, মিলল বীরের সম্মান

অপরাধ আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: দাবি করা হচ্ছে যে এক নয়া বাংলাদেশ (Bangladesh) গঠন হয়েছে। তবে সেই নয়া বাংলাদেশে যে নারী স্বাধীনতার ছিটেফোঁটা না নেই তা প্রমাণ হয়ে গেল আরো একবার। বুধবার খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তাতে নতুন করে প্রশ্নের মুখে সে দেশের নারী সুরক্ষার বিষয়টি। সূত্রের খবর, ওড়না ঠিক করে না পরার জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হেনস্থার শিকার হতে হল এক ছাত্রীকে।

আরও পড়ুন: Donald Trump : বিরাট সিদ্ধান্ত! পাকিস্তানিদের আমেরিকায় ঢুকতে দেবেন না ট্রাম্প

নতুন বাংলাদেশে (Bangladesh) রোজই নারী নির্যাতন বা নারী স্বাধীনতায় হস্তক্ষেপের খবর সামনে আসছে। সম্প্রতি সেদেশে মহিলাদের ফুটবল খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবারে ওড়না দিয়ে শরীর ঠিকভাবে না ঢাকার জন্য এক ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের জনৈক কর্মীর বিরুদ্ধে।

অভিযুক্তের নাম মোস্তফা আসিফ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুধবার দুপুর নাগাদ তিনি উক্ত ছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রীতিমত উগ্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “শরীর ওড়না দিয়ে সঠিকভাবে ঢাকতে হবে।” চূড়ান্ত অপমানিত বোধ করে উক্ত অভিযুক্ত গ্রন্থাগার কর্মীর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলে তাঁর সহপাঠীরা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়। কিন্তু গোল বাঁধল এরপরই। অভিযুক্ত গ্রন্থাগার কর্মী পুলিশের কাছে নিজের অভিযোগ স্বীকার করে নিলেও রাত সাড়ে দশটার দিকে অভিযুক্ত মোস্তফা আসিফকে ছাড়ানোর জন্য থানা ঘেরাও করে উন্মত্ত জনতা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও তাঁর জামিন মঞ্জুর করে দেন। এরপর আসিফ আদালত চত্বর থেকে বেরোতেই তাঁর গলায় মালায় পরিয়ে কার্যত বীরের সম্মান দেওয়া হয়। না, এতেই শেষ নয়। সামাজিক কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। তাঁকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ভাইরাল করে দেওয়া হয়।‌ বাংলাদেশের (Bangladesh) এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই নিন্দা ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।