TMC Leader: কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার তৃণমূল নেতা!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন নদিয়ার দাপুটে তৃণমূল নেতা(TMC Leader) শিবনাথ চৌধুরী (Shibnath Chowdhury)। তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের (Krishnanagar Central Cooperative Bank) সহ-সভাপতির পদে ছিলেন বলে জানা গেছে। পুলিশি গ্রেফতারির পর থেকেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর টাউনের তৃণমূল সভাপতির (TMC Town President) দায়িত্বেও ছিলেন। পাশাপাশি, কালিনগর সোসাইটির (Kalinagar Society) চেয়ারম্যানসহ (Chairman) একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তাঁর গ্রেফতারির পর কৃষ্ণনগরের নাগরিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:- Fire Incident : টায়ার রিসোলিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তবে অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তাঁকে রাজনৈতিক চক্রান্তের (Political Conspiracy) মাধ্যমে ফাঁসানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি পদে থাকাকালীন কিছু মানুষ অভিযোগ করেছিলেন যে তাঁদের টাকা ফেরত পাচ্ছেন না। পরে তাঁদের টাকা ফেরত দেওয়া হয়। তাহলে প্রতারণার (Fraud) অভিযোগ কেন উঠছে?” শিবনাথ(TMC Leader) আরও বলেন, “সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধে মামলা (Case) দায়ের করা হচ্ছে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত (Political Plot)।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1XhiZuM5DK/

অন্যদিকে, অভিযোগকারী নন্দিতা ঘোষ (Nandita Ghosh) জানান, “শিবনাথ চৌধুরী কালিনগর সোসাইটির ১৪ কোটি টাকা তছরূপ (Embezzlement) করেছেন। অফিসাররা ভয়ে ব্যবস্থা নিতে পারেননি, তাই আমি হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে প্রশাসন (Administration) ব্যবস্থা নিয়েছে।” শিবনাথ চৌধুরীকে গ্রেফতারের পর কোতোয়ালী থানার (Kotwali Police Station) পুলিশ তাঁকে আদালতে (Court) পেশ করার প্রস্তুতি নিচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর আর্থিক প্রতারণার (Financial Fraud) অভিযোগের তদন্ত এখন পুলিশের হাতে। শিবনাথ চৌধুরীকে আজ শুক্রবার, কৃষ্ণনগর আদালতে (Krishnanagar Court) তোলা হবে এবং পুলিশ তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা (Fraud Case) সংক্রান্ত নথিপত্র আদালতে জমা দেবে। আদালত কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে এখন নজর রয়েছে সকলের। এই গ্রেফতারির(TMC Leader) ঘটনায় নদিয়া জেলার রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।