বয়স মাত্র ৫৪ দিন। সুস্থ চনমনে সদ্য শিশু বাড়ি ফেরার পরেই অসুস্থ। মাথায় হাত পরিবারের। ঘটনাটি জলপাইগুড়ি (Jalpaiguri Death) জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামের ঘটনা।
আরও পড়ুন: Malda Incident: ঘুষ না দেওয়ায় লরি চালককে মারধর!
শুক্রবার জলপাইগুড়ি (Jalpaiguri Death) জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তান হারেলেন এক পরিবার। জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই জেলার একটি শিশুকে (Child) ব্লক সাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেবার পরেই মৃতুর কোলে ঢলে ওই ৫৪ দিনের শিশুটি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক : https://www.facebook.com/share/p/12Ho8NBDzNH/
উল্লেখ্য, পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে , ৫৪ দিনের শিশুটিকে পর পর তিনটি ইঞ্জেকশন দেওয়া হয় শিশুটিকে। এর পরে তারা শিশুকে নিয়ে বাড়ি ফিরে যান। তবে রাত হতেই বিপজ্জনক হয়ে উঠে পরিস্থিতি। জ্বরে শিশুর গা কার্যত পুড়ে যাওয়ার অবস্থা। তখন শিশুকে জ্বরের ওষুধ খাওয়ান তার মা। কিন্তু, তারপরও জ্বর কমছিল না। কিছুক্ষণ পরেই হাঁচির সঙ্গে শিশুর মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তারপর আসতে আসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশুটি। পরিবারের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির (Jalpaiguri Death) লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড় এলাকায়। এদিন সকালে সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর, মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) রাজ্যের সাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন, রাজ্যে জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয়,আজ এটা সবার জানা থাকলেও রাজ্যে সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই। নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি অথচ উপ সাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো।