নিউজ পোল ব্যুরো: আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের (WhatsApp Account) নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে হয় আপনারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account)। কেউ অন্য ভাবে ব্যবহার করছে তাহলে কিছু সহজ পদক্ষেপ (Easy steps) অনুসরণ করলেই তা আপনি জানতে পেরে যাবেন।

প্রথমে, হোয়াটসঅ্যাপ অ্যাপটি (WhatsApp Account) খুলে উপরের ডান পাশে থাকা তিনটি ডট (মেনু) আইকনে ক্লিক (Click) করুন। এখানে গিয়ে লিঙ্কড ডিভাইস (Link device) অপশনটি চেক করুন। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন ডিভাইসগুলি আপনার হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত রয়েছে। যদি অজানা কোন ডিভাইস বা ব্রাউজার (Browser) দেখা যায়, তাহলে সেগুলি লগ আউট (Logout) করুন। আপনার অ্যাকাউন্টে অজানা বা অবাঞ্ছিত সংযোগ থাকলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে।
আরও পড়ুন:Indian Calling Code: ফোন কলের কোড নিয়ে চমকপ্রদ তথ্য

এছাড়া হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা উচিত:
১.একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহারের পর লগ আউট করুন। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার পরে প্রতিটি ডিভাইস থেকে লগ আউট (Log out)করা উচিত, যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে।
২. স্ক্রিন লক (Screen lock) ব্যবহার করুন। হোয়াটসঅ্যাপ ওয়েব বা যেকোনো পেজে গেলে সেটিংসে Settings গিয়ে প্রাইভেসি থেকে স্ক্রিন লক অপশনটি সক্রিয় করুন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকলেও চ্যাট দেখতে বা ব্যবহার করতে পারবেন না।
৩.টু স্টেপ ভেরিফিকেশন (Two-step verification) চালু করুন আপনার অ্যাকাউন্টের সুরক্ষা আরও বাড়ানোর জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে প্রবেশের জন্য অতিরিক্ত একটি পিনকোডের (Pin code) প্রয়োজন হবে, যা হ্যাকারদের জন্য ঝুঁকি বাড়িয়ে দেয়।

৪. ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি (Face ID) লক ব্যবহার করুন। আপনার ডিভাইসে যেমন প্যাটার্ন বা পিন লক থাকে তেমনি হোয়াটসঅ্যাপেও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন।
আরও পড়ুন:Mount Everest: পৃথিবীর গোপন পর্বতের সন্ধান! জানেন কোথায়?
৫. অজানা লিঙ্কে (Link) ক্লিক করবেন না যদি কোন অজানা বা সন্দেহজনক লিঙ্ক আসে, তাহলে সেটি কখনোই খুলবেন না। এ ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইল বা অ্যাকাউন্টে ম্যালওয়ার ইনস্টল হয়ে যেতে পারে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার কারণ হতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এভাবে, আপনি সহজেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিত প্রবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।