Women’s Day: নারী দিবসে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে কেবল মহিলারা

দেশ

নিউজ পোল ব্যুরো: আগামীকাল শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস(Women’s Day)। এই বিশেষ দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে সম্পূর্ণ রূপে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন অপেক্ষা শুধু সময়ের। এই আবহেই সামনে এল আর এক চমকপ্রদ খবর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাটের(Gujrat) নওসারি জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় শুধুমাত্র মহিলা পুলিশ সদস্যদের নিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে।

মহিলাদের ক্ষমতায়নে বরাবরই জোর দিয়েছে মোদী সরকার। যার সাম্প্রতিক উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচন। তার পরেই মোদী সরকারের একজন মন্ত্রী মোদীর নিরাপত্তায় মহিলাদের মোতায়েন করার খবর জানিয়েছেন। তিনি বলেন, দেশে এই ধরণের প্রথম উদ্যোগ এটি।বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিচ্ছে। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো, কেবলমাত্র মহিলা পুলিশই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন। নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছানো থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত।” তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায়, মহিলা পুলিশ সদস্যদের মধ্যে আইপিএস অফিসার এবং কনস্টেবলরাও থাকবেন। প্রধানমন্ত্রী শুক্র ও শনিবার গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে দুই দিনের সফরে থাকবেন, এই সফরে তিনি ৮ মার্চ ভানসি বরসি গ্রামে ‘লক্ষপতি দিদি সম্মেলনে’ ভাষণ দেবেন।

আরও পড়ুনঃ PM Modi: করোনাকালে সাহায্য, প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দিল বার্বাডোজ

সূত্রের খবর আন্তর্জাতিক নারী দিবসে (Women’s Day) মোদীর নিরাপত্তায় ২,১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ ইন্সপেক্টর, ১৬ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ সকল মহিলা পুলিশ সদস্য সেদিন নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “সিনিয়র মহিলা আইপিএস অফিসার এবং স্বরাষ্ট্র সচিব নিপুনা তোরাওয়ানে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। এই উদ্যোগটি নারী দিবসে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে এবং এটি আরও জানাবে যে গুজরাটকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/