নিউজ পোল ব্যুরো: ভয়ঙ্কর ঘটনা। খড়ের গাদা থেকে উদ্ধার স্কুটি সহ এক ব্যক্তির জলন্ত মৃতদেহ (Dead Body)। পোড়া দেহ উদ্ধার ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায়। শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ খড়ের গাদায় স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। দেহ দেখার পরে খবর দেওয়া হয় হেমতাবাদ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুড়ে যাওয়া স্কুটিটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে` নেমেছে পুলিশ। মৃতের নাম বিট্টু ক্ষেত্রী। সূত্রের খবর, শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বিট্টু। এমনকি তাঁর স্ত্রী স্বামীর সন্ধান দেওয়ার আবেদন করে সোশ্য়াল মিডিয়ায় ছবি দিয়ে একটি পোস্টও করেন। তারপরেই শনিবার উদ্ধার হল যুবকের দগ্ধ দেহ। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে দেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ Gangrape: গণধর্ষণের শিকার ইজরায়েলি পর্যটক, হোমস্টের মালকিন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায় একটি পুকুরপাড়ের পাশে খড়ের গাদা পুড়তে দেখেন এবং সেখানে স্কুটিসহ একজনকে পুড়তেও দেখা যায়। স্থানীয়দের অনুমান, সেই ব্যক্তিকে হয়তো খুন (Dead Body) করেই পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত যুবক গাড়ি কেনা বেচার কাজ করত। সুদের সামান্য কিছু ব্যবসাও করত। খুন বলেই মনে করছে পরিবারের সদস্যরা। পুরানো কোনও শত্রুতা নাকি পিছনে রয়েছে রাজনইতিক কোনও কারণ তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/