Tariff War: ট্রাম্পকে শিক্ষা দিতে হবে! ভারতকে বন্ধুত্বের হাত বাড়াল চিন

আন্তর্জাতিক দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সৌজন্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে শুল্ক যুদ্ধ (Tariff War)। দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেই ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যত শুল্ক আরোপ করে সেই দেশের পণ্যের ওপর আমেরিকাও তত শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই নীতিতে ক্ষুব্ধ একাধিক দেশ। যার মধ্যে একেবারে প্রথম সারিতেই থাকা চিন এবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারতের দিকে।

আরও পড়ুনঃ Donald Trump: অন্যায় করছে ভারত! বন্ধু দেশকে পাল্টা দাওয়াই ট্রাম্পের

ট্রাম্পের নয়া শুল্ক নীতির কোপ অল্পবিস্তর সবার ঘাড়েই পড়েছে। বাদ যায়নি বন্ধু ভারতও। নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গের ট্রাম্পের ঘনিষ্ঠতার কথা গোটা বিশ্বের জানা। সম্প্রতি ওয়াশিংটনের ওভাল অফিসে যৌথ বৈঠক করেছিলেন দুজনে। তবে মোদী বা ভারতের সঙ্গে যত সুসম্পর্কই থাকুক না কেন, শুল্কের ব্যাপারে ভারতকেও ছাড় দেননি ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি সম্প্রতি বলেন, “ভারত আমাদের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে এসেছে। এটি আমেরিকার জন্য কখনোই ন্যায্য ছিল না।”

এদিকে চিন কার্যত হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের আমেরিকাকে। সারা বিশ্বে শুরু হওয়ার শুল্ক যুদ্ধ (Tariff War) প্রসঙ্গে আমেরিকায় চিনের দূতাবাস জানায়, শুল্ক যুদ্ধ বা যে কোন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে চিন। এর পাল্টা হিসেবে পেন্টাগনের তরফেও বার্তা দেওয়া হয়, তৈরি তারাও রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আমেরিকার তথাকথিত বন্ধু ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল চিন। শুক্রবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ের সাংবাদিক বৈঠক থেকে আমেরিকার ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে চিনের সঙ্গে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতকে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ওয়াং নাম না করে বলেন, “ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই জরুরী। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। তারা যদি একে অপরের বিরুদ্ধে কথা না বলে একজোট হয় তাহলে তা সমগ্র বিশ্বের পক্ষেই মঙ্গলজনক।” বলাই বাহুল্য, ড্রাগন বলতে চিন এবং হাতি বলতে ভারতের শক্তির কথা বোঝাতে চেয়েছেন চিনের বিদেশমন্ত্রী। আর যেন ভারতকে এটাই তারা বোঝাতে চাইছেন যে শত্রুর শত্রু সব সময় বন্ধুই হয়। ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে শুল্ক যুদ্ধের (Tariff War) সূত্রপাত ঘটিয়েছেন তার ফলে ভারত যে একদিক থেকে আমেরিকার ঘোষিত শত্রু সেটা প্রমাণিত। তাই চিন শত্রু শত্রুকে বন্ধু বানিয়ে কাটা দিয়ে কাঁটা তুলতে চায়।