International Women’s Day: নারী দিবসে মহিলাদের জন্য ‘ভাতা’ঘোষণা

দেশ

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) দিনেই দিল্লি সরকার একটি নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি মাসে ২৫০০ টাকা প্রদান করা হবে। এই প্রকল্পটি মহিলা সমৃদ্ধি যোজনা Mahila (Samriddhi Yojana) নামে পরিচিত। গত ২০ ফেব্রুয়ারি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) এই প্রকল্পের ঘোষণা করেন এবং জানিয়েছিলেন যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day) রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration process) শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লির (Delhi) প্রায় ১৫ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:YouTube: ইউটিউবের কঠোর স্ট্রাইক সিস্টেম! ১টি ভুলেই চ্যানেল ব্যান!

এখন, যেসব মহিলা এই ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য কিছু নির্দিষ্ট শর্ত এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (List of documents) প্রকাশিত হয়েছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তাদের দিল্লির বাসিন্দা হতে হবে এবং তাদের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। এছাড়াও ভোটার কার্ড (Voter card),আধার কার্ড (Aadhar card),বিপিএল কার্ড (BPL card) এবং আয়ের শংসাপত্র পেশ (Certificate submission) করা বাধ্যতামূলক।

এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেহেতু এই প্রকল্পের আওতায় মহিলাদের অর্থনৈতিক (Economic) ক্ষমতায়ন হবে, যা তাদের আত্মবিশ্বাস (Confidence)ও জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। দিল্লি সরকার (Delhi Government) আশা করছে, বিশেষ করে নিম্ন আয়ের মহিলাদের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন:International Women’s Day: নারী দিবসে বিশেষ উদযাপন সল্টলেকে

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) দিনে দিল্লি জহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) এবং অন্যান্য মন্ত্রী। এদিকে বিরোধী দলনেত্রী (Leader of the Opposition) অতিশী মারলেনা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে প্রশ্ন তুলেছেন যে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration process) শেষ হওয়ার পর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank account) কি সরাসরি ২৫০০ টাকা চলে যাবে ? নাকি আবেদনপত্র যাচাই এর পর কোন সিদ্ধান্ত নেওয়া হবে?

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/