নিউজ পোল ব্যুরো: আগামী রবিবার দুবাইয়ে (Dubai) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy Final) ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) ম্যাচের অফিসিয়ালস (Match Officials) ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। অন-ফিল্ড আম্পায়ার (On Field Umpire) হিসেবে থাকবেন ইংল্যান্ডের (England) রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) এবং অস্ট্রেলিয়ার (Australia) পল রেইফেল (Paul Reiffel) তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জোয়েল উইলসন (Joel Wilson)।
আরও পড়ুন: Jemimah Rodrigues: ভারতের হিটওম্যান
মজার ব্যাপার ভারতের বিগত দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালেই আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। যার মধ্যে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। কিন্তু আবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। অর্থ্যাৎ ৬১ বছর বয়সী ইংরেজ ভদ্রলোকের দায়িত্বে ভারতের ট্রফি ভাগ্য এখনও পর্যন্ত ১-১ বলা চলে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচেও ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে (Champions Trophy Final) ওঠেন রোহিত-কোহলিরা। অন্যদিকে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে দায়িত্বে ছিলেন পর রেইফেল।

ইলিংওয়ার্থ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আম্পায়ারিং করেছিলেন, যে ম্যাচে ভারত ৪৪ রানে জয়লাভ করে। আইসিসির তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy Final) আম্পায়ারের যে দল ঘোষণা করা হয়েছে তার মধ্যে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন পল রেইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা (Kumar Dharmasena) এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে (Ranjan Madugalle)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ইলিংওয়ার্থ-রেইফেল দুজনেই আইসিসির এলিট আম্পায়ার্স প্যানেলে রয়েছেন। মোট ১৭৪ টি একদিনের ম্যাচ পরিচালনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ইলিংওয়ার্থ। চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের শিরোপাও রয়েছে তাঁর। অন্যদিকে ১৫৫ টি একদিনের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন অজি অলরাউন্ডার পল রেইফেলের। ম্যাচ রেফারি হিসেবে রঞ্জন মাদুগালের ঝুলিতেও রয়েছে ৪১১ টি ওয়ানডে ম্যাচ। তিনিও আইসিসির এলিট আম্পায়ার্স প্যানেলে রয়েছেন।