East Burdwan: নারী জয়ের পথে এগিয়ে পূর্ব বর্ধমানের রিয়া

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মেয়েরা চাইলেই সব পারে! এই ধারণা কিন্তু ভুল নয়। সেরকমই একটি চাক্ষুষ প্রমাণ পূর্ব বর্ধমানে (East Burdwan)। সমাজের পুরনো ধারণাগুলিকে (Old idea) ভেঙে দিয়ে নতুন পথ প্রদর্শনের পথে পূর্ব বর্ধমানের (East Burdwan) রিয়া ধারা। একজন মেধাবী লেদ মিস্ত্রি (Lathe mechanic)। সমাজে নারীদের সমান অধিকার থাকলেও, এখনও কিছু মানুষের মনে রয়েছে মহিলাদের স্বাধীনতা (Freedom) নিয়ে অনেক বাধা। এক সময় রিয়া ধারা যখন লেদে কাজ শুরু করেন, তখন অনেকেই তার কাজের প্রতি তাচ্ছিল্য (Disdain) প্রকাশ করেছিল। কিন্তু রিয়া এসব কটূক্তি (Insult) ও বিদ্রুপকে (Irony) তুড়ি মেরে উড়িয়ে দেন এবং দৃঢ় সংকল্পের সঙ্গে সমাজকে চ্যালেঞ্জ (Challenge) ছুঁড়ে দেন, একদিন তিনি লেদ মিস্ত্রি (Lathe mechanic) হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করবেন।

আরও পড়ুন:Jhargram News: দলমার দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত চাষিরা

আজ তিনি সেই দক্ষ লেদ মিস্ত্রি, যিনি নিজেকে কঠিন লোহার মতো শক্ত করে তৈরি করেছেন। রিয়া ধারার হাতে পায়ে কিছু না থাকলেও, তার মনোবল (Morale) ও কাজের প্রতি ভালোবাসা তাকে অসীম শক্তি (Infinite power) দিয়েছে। তিনি শাখা পলা পরা নরম হাতে লোহার কঠিন বস্তুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা বা বেঁকে ফেলেন। পুরো ২৪ ঘণ্টা লেদ কারখানার সঙ্গে সময় কাটিয়ে তিনি লোহার মতো শক্ত মন এবং জেদ অর্জন করেছেন।

রিয়ার শিক্ষকের মতে, ‘মধুসূদন হালদার, যিনি একজন অভিজ্ঞ লেদ মিস্ত্রি, রিয়া ছিলেন তার প্রথম নারী ছাত্রী। তিনি বলেন, ‘এটা সত্যিই অবাক করার মতো যে, একজন নারী এই খাতে কাজ করছে, রিয়া প্রচণ্ড আগ্রহের সঙ্গে শিখেছে।’

আরও পড়ুন:YouTube: ইউটিউবের কঠোর স্ট্রাইক সিস্টেম! ১টি ভুলেই চ্যানেল ব্যান!

রিয়া ধারা, একটি নিম্ন আয়ের পরিবার (Low-income family) থেকে এসেছেন,পূর্ব বর্ধমানে (East Burdwan) তার বাড়ি। তার স্বামী রাজমিস্ত্রির (Mason) কাজ করে। কিন্তু রোজগারের অভাব ও সংসারের চাহিদা পূরণের জন্য তিনি লেদে কাজ শুরু করেন।প্রতিদিন সকালে রান্না শেষে তিনি নিজের ছেলেকে স্কুলে পাঠিয়ে লেদে কাজে যান। সেখানে তিনি মনোযোগ দিয়ে কাজ করেন, বিভিন্ন মেশিনে পার্টস (Parts) তৈরি করেন, লোহার ওপর হাতুড়ি (Hammer) চালিয়ে সোজা বা বেঁকিয়ে দেন।

প্রতিদিনই রিয়া সমাজের পুরনো ধারণাগুলির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন এবং প্রমাণ করে দিচ্ছেন যে, নারীরাও সব কিছু করতে সক্ষম। তাঁর এই সাহসী পদক্ষেপ আমাদের শেখায়, নারী-পুরুষের কোনো পার্থক্য হয়না।

নিউজপোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/