Jasprit Bumrah: কবে থেকে ফিরছেন মাঠে?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে(Champions Trophy 2025) নেই তিনি। চোটের কারণে মাঠ থেকে দূরে সেই বর্ডার গাভাস্কার সিরিজের(BGT) পর থেকেই। মনে করা হয়েছিল আইপিএলে (IPL 2026) পুরোদমে ফিরবেন তিনি। কিন্তু এখন‌ই মাঠে ফিরতে পারবেন না যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠের নিচের অংশে চোটের কারণে বর্তমানে বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে (Rehab) রয়েছেন ভারতীয় পেসার (Indian Pacer)। এখন‌ও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি গায়ে আইপিএলের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন: IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?

বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র জানিয়েছে, “এই মুহূর্তে বুমরাহর (Jasprit Bumrah) মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে। ও আবার বোলিংও শুরু করেছে। কিন্তু আইপিএলের শুরু থেকেই ওর পক্ষে বল করা কঠিন হবে। তবে এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ বুমরাহ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবে বলে মনে হচ্ছে।“ সেক্ষেত্রে মুম্বাইয়ের প্রথম তিন থেকে চারটি ম্যাচে হয়তো দেখা যাবে না বুম-বুম কে।

বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী আরও খবর, “বুমরাহ (Jasprit Bumrah) অ্যাকাডেমিতে বোলিং শুরু করলেও তার নেহাৎ‌ই প্রাথমিকভাবে। এখন‌ই পুরোপুরি ওয়ার্কলোড দেওয়া হয়নি তাঁকে। আস্তে আস্তে তাঁর উপর লোড বাড়ানো হবে এবং যতদিন না কোন সমস্যা ছাড়া পুরো ছন্দে তিনি বল করতে পারছেন ততদিন তাঁকে ক্লিয়ারেন্স দেওয়া হবে না।“ এনসিএ -এর স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহর রিহ্যাবের দায়িত্বে রয়েছেন। এবং স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে ব্যক্তিগতভাবে নজরে রেখেছেন। জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন‌ও খোঁজ রেখে চলেছেন ভারতীয় স্পিড স্টারের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইপিএলের পরেই ইংল্যান্ড সফর রয়েছে ভারতের। যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত-কোহলিরা। তাই বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছেনা ভারতীয় বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর যদি রোহিত শর্মা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তাহলে বুমরাহর কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়া হতে পারে। তবে শুধু বুমরাহ‌ই নন, আইপিএলের শুরুতে আরেক ভারতীয় পেসার মায়াঙ্ক যাদবকেও পাবে না লখন‌উ সুপার জায়ান্টস। তাঁর‌ও চোট রয়েছে।