Mamata on Women’s Day: নারী দিবসে বিশেষ বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

কলকাতা

নিউজ পোল ব্যুরো: নারী বা পুরুষ কারও জন্যই আলদা করে বিশেষ দিন হয় না। তবুও ক্যালেন্ডার হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক নারী বা পুরুষ দিবস। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। গোটা বিশ্বজুড়েই আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেয়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন বাংলার অগ্নিকন্যা। নিজের এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন মুখ্যমন্ত্রী। আলাদা নয় প্রতিটি দিনই হোক নারীদের জন্য। এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, নারীদের জন্য কেবল একটি দিন উৎসর্গ করা উচিত নয়, কারণ প্রতিটি দিন প্রতিটি নারীর। প্রতিটি নারীরই তার পৃথিবীকে, প্রতিদিন, গড়ে তোলার শক্তি এবং ক্ষমতা রয়েছে। আমি আমার সকল মা ও বোনদের অনুরোধ করছি – তোমাদের শক্তির গভীরতাকে স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কখনও আসেনি। আমরা কারো চেয়ে দুর্বল নই, আমরা নিকৃষ্টও নই। শারীরিক শক্তির বাইরে, আমাদের অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা, মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এবং লড়াই করার সংকল্পই নির্ধারণ করে যে আমরা কতদূর যেতে পারি এবং কত দ্রুত আমরা সামনের যুদ্ধে জয়লাভ করতে পারি।”

আরও পড়ুনঃ Mamata Banerjee: অক্সফোর্ডে সাহিত্যিক হিসেবে আমন্ত্রিত মমতা

এখানেই শেষ নয় বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও লিখেছেন, “আমরা সমতার এক পৃথিবীতে বিশ্বাস করি, যেখানে প্রতিটি ব্যক্তির – তাদের লিঙ্গ নির্বিশেষে – উড়ে যাওয়ার অধিকার রয়েছে। আপনার ডানা খুঁজুন, এবং একসাথে, আমরা আকাশ জয় করব। এই পৃথিবী আমাদের, জীবনের প্রতিটি স্তর থেকে আমাদের সকলের। এই নারী দিবসে এই নারী দিবসে নারীদের কেবলমাত্র দেবী হিসাবে দেখবেন না, সমতা রক্ষা করে উদযাপন করুন। এই দিনটাকে সম্মান করুন একটা বিষয়কে মনে রেখে যে প্রতিটি দিন প্রতিজনের জন্য, প্রত্যেক মানুষের জন্য, লিঙ্গ নির্বিশেষে নারীদিবস। নারীদের অধিকার রক্ষার দিন। শুধুমাত্র একটি দিন নারীদের জন্য নয়। প্রতিটি দিনই হোক নারীদের, প্রতিটি দিন হোক সকলের।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/